নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অধিনায়ক হিসেবে অভিষিক্ত হন জাতীয় দলের টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে তিনি এদিন মাঠে নামেন।
ব্যাটিং ব্যর্থতায় এদিন বাংলাদেশের দলীয় সংগ্রহ ১৭১ রানে আটকে গেলেও ইনজুরি কাটিয়ে অধিনায়ক হয়ে ফেরা শান্ত এই ম্যাচে ছিলেন স্বরূপে মহিয়ান। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলে
দুর্দান্ত সেই ইনিংস খেলার পাশাপাশি শান্ত নিজের অধিনায়কত্বের অভিষেকটা রাঙালেন দুর্দান্ত এক রেকর্ড গড়ে।
কিউইদের বিপক্ষে ইনিংসের ২৭তম ওভারে চার হাঁকানোর পর শান্তর রান গিয়ে ঠেকে ৭১ এ। আর তাতেই আমিনুল ইসলাম বুলবুলের ২৫ বছরের রেকর্ড ভাঙেন তিনি।
১৯৯৮ সালের মার্চে তিনি ভারতের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেকের ম্যাচটিতে আমিনুল ইসলাম বুলবুল খেলেছিলেন ৭০ রানের ইনিংস। এতদিন এটিই ছিল বাংলাদেশের কোনো অধিনায়কের প্রথম ম্যাচে করা সর্বোচ্চ রান।
২৫ বছর পর শান্তর হাত ধরে ভাঙল সেই রেকর্ডটি।