রবিবার (২৪ সেপ্টেম্বর ) আসামরাজ্যের হাইলাকান্দি জেলার কাটলিছড়া শ্রীবিগ্রহ সৎসঙ্গ মন্দিরে প্রতিবছরের ন্যায় এবারও পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৬ তম আবির্ভাব তিথি দিবস প্রতিপালিত হয়েছে। এ উপলক্ষে সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে সৎসঙ্গ ও নামসংকীত্তর্ন, সমবেত বিনতি প্রার্থনা, প্রনাম, বিশ্ব মঙ্গল কামনার্থে নামজপ ও সদগ্রন্থাদি পাঠ, শ্রীশ্রী ঠাকুরের দিব্য জীবন ও বানীর উপর তাৎপর্যমূলক ইষ্টপ্রসঙ্গ ও আলোচনা করা হয়।
এতে ইষ্টপ্রসঙ্গ আলোচনা করেন নিবাস ভূষন দে ( অধূর্য্য), কাটলিছড়া সৎসঙ্গ বিহারের ইনচার্জ ডাঃ সুব্রত দে (এসপিআর), বিপুল আচার্য( এসপিআর) প্রমূখ। অপরদিকে, একই দিনে কাটলিছড়া এমবি স্কুল নিবাসী হরকুমার দাস ( শিক্ষক ) এর বাসভবনে সকাল ৭টা ৫ মিনিটে শ্রীশ্রী ঠাকুরের সৎসঙ্গ নামসংকীত্তর্ন অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক ভক্তবৃন্দের সমাগম ঘটে।
এ জাতীয় আরো খবর ....