সোমবার (২৫ সেপ্টেম্বর ) এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জিতল ভারত। মেয়েদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারালেন হরমনপ্রীতরা। ফাইনালে জ্বলে উঠলেন তিতাস সান্ধু। তিন উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার টপ অর্ডারের মেরুদণ্ড ভেঙেছেন বাংলার মেয়ে। এক ওভারে জোড়া উইকেট তুলে নেন। শুরুতেই ধাক্কা খায় ভারত। শুরুতেই মাত্র ৯ রানে ফেরেন শেফালি বর্মা। দলের রান তখন ছিল ১৬। দ্বিতীয় উইকেট ৭৩ রান যোগ করেন স্মৃতি মান্ধানা এবং জেমাইমা রডরিগস। একটুর জন্য অর্ধশত রান হাতছাড়া হয় স্মৃতি, জেমাইমার। ১টি ছয়, ৪টি চারের সাহায্যে ৪৫ বলে ৪৬ রান করেন ভারতীয় ওপেনার। ৫টি চারের সাহায্যে ৪০ বলে ৪২ রান করেন জেমাইমা। মিডল অর্ডার ডাহা ব্যর্থ। এই ২ জন ছাড়া কেউ রান পায়নি। রিচা(৯), হরমনপ্রীত (২), পূজা (২), অল্প রানে ফিরে যান। রান তাড়া করতে নেমেই তিতাসের বোলিংয়ের সামনে আত্মসমর্পণ শ্রীলঙ্কার ব্যাটারদের। মাত্র ১ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন চুঁচুড়ার পেসার। ১৪ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। হাসিনি পেরেরা (২৫), নিলাক্ষী ডি সিলভা (২৩) কিছুটা চেষ্টা করলেও লাভ হয়নি। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৭ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। জোড়া উইকেট রাজেশ্বরী গায়কোয়াড়ের।
এ জাতীয় আরো খবর ....