শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মোহাম্মদ আদিল (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সকাল আটটার সময় উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার লালজীবন পাড়ার তুন্নাবাপের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মারা যাওয়া শিশু মো. আদিল ওই এলাকার মোহাম্মদ সেলিম উদ্দিনের পুত্র।
নিহত শিশুর বড় চাচা জহির উদ্দিন মো. বাবর জানান, ‘বাচ্চাটি সকালে বাড়ির লোকজনের অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। ওই একই পুকুরে বাচ্চার ফুফা মাছ ধরার জন্য জাল নিয়ে গেলে পুকুরে শিশু আদিলের লাশ ভাসমান অবস্থায় দেখে। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে চাম্বলস্থ একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়।
চাম্বলস্থ স্থানীয় বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে শিশু আদিলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।