শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি. এর ‘বাঁশখালী পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টার’র শুভ উদ্বোধন করেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি. এর কোম্পানী অফ এডভাইজার এ টি এম হামিদুল হক চৌধুরী।
বাঁশখালী পৌরসভার মিয়ার বাজারসস্থ জামাল সেন্টারে কোম্পানীর ‘বাঁশখালী পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টার’ এর হলরুমে শনিবার (২৬ আগস্ট) সকালে পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন শেষে আলোচনা সভা সম্পন্ন হয়।
চট্টগ্রাম জোন-২, বাঁশখালী পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টারের ইভিপি এন্ড ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম এর সভাপতিত্বে এ সময় প্রধান আলোচকের বক্তব্য রাখেন কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মোহাম্মদ সলিম উল্লাহ্। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর চট্টগ্রাম কর্পোরেট জোন-৬ এর ইভিপি এন্ড ইনচার্জ অধ্যক্ষ জসীম উদ্দিন চৌধুরী।
বাঁশখালী সার্ভিস সেন্টারের ডিজিএম মুহাম্মদ আজগর হোসাইন এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- বাঁশখালী সার্ভিস সেন্টারের এএম এন্ড ইনচার্জ প্রফেসর জাকের আহমদ, প্রেমবাজার এফপিআর সেন্টারের ইনচার্জ জিয়াউল হক, গুনাগরি সাংগঠনিক অফিস ইনচার্জ মো. ইউসুফ, আনোয়ারা সাংগঠনিক অফিস ইনচার্জ মো. ইদ্রিস, প্রেমবাজার এফপিআর সেন্টারের জিএম তালিমুল ইসলাম, বৈলছড়ি সাংগঠনিক অফিস ইনচার্জ অলিউল ইসলাম, বশির উল্লাহ্ মিয়াজি বাজার সাংগঠনিক অফিস ইনচার্জ মো. শাহাব উদ্দিন, চাম্বল বাজার সাংগঠনিক অফিস ইনচার্জ জুনাইদুল হক, ধুরুং বাজার সাংগঠনিক অফিস ইনচার্জ ইকবাল বাহার, আনোয়ারা সাংগঠনিক অফিস ইনচার্জ মামুনুর রশিদ প্রমূখ।
এ সময় অথিতিরা তাদের বক্তব্যে বলেন, ‘প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি. বাঁশখালী অফিস কয়েকযুগ ধরে সততার সাথে বীমাসেবা দিয়ে যাচ্ছে। এখন থেকে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন ও দ্রুতসেবা প্রদানে আমাদের অফিস পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টারের সুবিধা দিবে। বিশেষ করে অনলাইন রশিদ, মেয়াদ উর্ত্থীর্ণ চেক, এসবি চেক, মৃত্যুদাবীর চেক, দলিল সুবিধাসহ যাবতীয় সুবিধা বাঁশখালী সার্ভিস সেন্টার থেকে গ্রাহকরা পাবেন।