চাঁপাইনবাবগঞ্জে একটি অস্ত্র মামলায় একজনকে ১৭ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রবিবার বিকেল সাড়ে ৩ টায় চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার একটি ধারায় দণ্ডিতকে ১০ ও অপর এক ধারায় ৭ বছর কারাদণ্ড প্রদান করা হয়। আদেশে উল্লেখ করা হয়, একটি ধারায় প্রদত্ত সাজা ভোগের পর অপর ধারার সাজা ধারাবাহিকভাবে ভোগ করতে হবে।
দণ্ডিত মো: শরিফুল ইসলাম (২৭)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের মো: কেতাব আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২২ সালের ২৩ এপ্রিল শিবগঞ্জের গোলাপবাজার-আড়গাড়াহাট গামী ফাঁকা রাস্তায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এসময় ২টি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগজিনসহ মো: শরিফুল গ্রপ্তার হয়। শরিফুল এর বিরুদ্ধে এ ঘটনায় পরদিন শিবগঞ্জ থানায় মামলা করেন র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক নিখিল চন্দ্র সরকার। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক বরুন সরকার ২০২২ সালের ৩০ এপ্রিল ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেন।