রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানী বাজারের ঋতু কর্মকার নিপা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ আগষ্ট) বেলা ১২টায় মারা গেছে।
গত শুক্রবার (১৮ আগষ্ট) সকালে বিষ পান করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে সে মারা যায়। রোববার (২০-৮-২০২৩) ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, মাষ্টার্স সম্পূন্ন করে ঢাকার রসুলপবাগের এক মেসে থেকে বিসিএস ও আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রাজশাহী কলেজ (ঢুসার্ক) এর সাবেক সাধারণ সম্পাদক ঋতু কর্মকার নিপা। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে ভর্তি হন । ২০২০ সালে সেখান থেকে মাষ্টার্স সম্পূর্ণ করেন। লেখাপড়া করা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজশাহী কলেজ (ঢুসার্ক) এর সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
নিপা, নিপেন কর্মকারের মাষ্টার্স পাশ মেয়ে নিপার ছোট ভাই বিজয় কুমার কর্মকার জানান, বিষ পানের খবর পেয়ে মেডিকেলে যান। নিপার এক বান্ধবীর বরাদ তিনি বলেন, শুক্রবার (১৮ আগষ্ট) বিষ পাণের পর সে নাকি অস্থির হয়ে উঠেছিল। মেসে থাকতে না পেরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে তার বান্ধবীর কাছে যায়। তাকে (বান্ধবী) ঘটনা জানানোর পর মেডিকেলের জরুরি বিভাগে নেওয়ার পর ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।
শনিবার (১৯ আগষ্ট) বেলা ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই জানতে পারেননি বলে জানান। তবে মাষ্টার্স সম্পন্ন করেও চাকরি ব্যবস্থা না হওয়ায়, মানসিক রোগে ভুগছিল নিপা । ঢাকা রসুলপবাগের এক মেসে থেকে বিসিএস ও আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
ঋতু কর্মকার নিপার বাল্যকালের সহপাটি রুবেল আহম্মেদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ে এক সাথে লেখা পড়া করেছি পড়েছি। ২০১৩ সালে আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি এবং ২০১৫ সালে রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। একজন মেধাবী শিক্ষার্থীর এমন মৃত্যুর ঘটনায় সহপাঠিসহ গ্রামের মানুষ হতবাক ও শোকাহত ।
ঢাকার শাহাবাগ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সুমন, বিষয়টি নিশ্চিত করে বলেন, প্যারাকুয়েট অর্থাৎ ঘাসমারা জাতীয় বিষ পাণ করে আত্নহত্যা করেছে বলে জানতে পারেন।
এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।