1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পুরাতন সাতক্ষীরা মোড়ে গণআন্দোলন জোটের পথসভা মৌলভীবাজারে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত  মৌলভীবাজারে পুলিশ সুপার’র সাথে সাংবাদিকদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত  সিরাজগঞ্জ বেলকুচিতে বেসরকারি ৩ ক্লিনিকের দুই লাখ টাকা জরিমানা  আলমডাঙ্গায়  সংবাদ সম্মেলন করেছে ফিড ব্যাবসায়ী বাবুলার রহমান নারায়ণগঞ্জে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে তরুণদের র‍্যালি, মানববন্ধন তানোর মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত  তানোরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ বহাল রাখতে নড়াইলে ইউপি চেয়ারম্যানের স্মারকলিপি প্রদান রায়পুর, হাসাদহ এবং  কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার

সনদ জালিয়াতির মাধ্যমে সিরাজগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল শিল্প পার্কের ২১ কোটি ১৭ লাখ টাকার কাজ হাতিয়ে নিলেন ডন কনস্ট্রাকশন 

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৮১ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: প্রকল্প কাজের ১০ বছরের অভিজ্ঞতা নেই অথচ অভিজ্ঞতার সনদ জালিয়াতি করে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড এর কর্মকর্তাদের যোগসাজসে সিরাজগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল শিল্প পার্কের ২১ কোটি ১৭ লাখ টাকার কাজ সুকৌশলে হাতিয়ে নিয়েছেন ঢাকা’র ডন কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে তদন্ত কমিটির তদন্তে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড এর আহ্বানকৃত দরপত্রের দরপ্রস্তাবের সাথে দাখিলকৃত অভিজ্ঞতার সনদ জালিয়াতির বিষয়টি তদন্তে প্রমানিত হলেও তা উপেক্ষা করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও প্রকল্প কাজের কার্যাদেশ বাতিলের দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা উন্নয়ন কমিটি।

অভিযোগ সুত্রে জানাযায়,পিজিসিএল কর্তৃক আহ্বানকৃত দরপত্র (টেন্ডার রেফারেন্স নং-২৮.১৮.০০০০.০৪৮.১৪.০০৩.২১/এইচপিএল,তারিখ-২২/০৮/২০২২ অনুযায়ী ১৬ ইঞ্চি ডায়া × ৪ কিলোমিটার ×৩৫০ পিএসআইজি গ্যাস পাইপ লাইন এর সাথে কোটিং মালামাল এবং অন্যান্য প্রয়োজনীয় উপযুক্ত কাজের জন্য সিরাজগঞ্জ বিসিক ইন্ডাস্ট্রিয়াল শিল্প পার্কের পরিকল্পনা মোতাবেক মালামাল সরবরাহ ও নির্মাণ কাজের ভিত্তি (টার্ণ-কি/ইপিসি) শীর্ষক কাজের বিপরীতে গত ৩ নভেম্বর ২০২২ ইং তারিখে ডন কনস্ট্রাকশন এন্ড কোম্পানি লিমিটেড,ডন প্লাজা-৯,বিবি এভিনিউ, ঢাকা-১০০০ কর্তৃক (রেফারেন্স নং-জিটিসিএল/বি-কেপি/পিএলসি/০১২ (সেক-এফ)/১৫৫৫, তারিখ-২৪ সেপ্টেম্বর ২০১২) ভেড়ামারা,খুলনা প্রকল্প কাজের অভিজ্ঞতা সনদ দাখিল করে। কিন্তু দাখিলকৃত অভিজ্ঞতার সেই সনদটিতে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ১০ বছরের প্রকল্প কাজের অভিজ্ঞতা নেই। কেননা সংশ্লিষ্ট কাজের বিষয়ে আহ্বানকৃত দরপত্রে যে,১০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে সে মোতাবেক ডন কনষ্ট্রাকশন এর অভিজ্ঞতা ১ মাস কম রয়েছে। ফলে সংশ্লিষ্ট কাজটি হাতিয়ে নিতে সুকৌশলে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি ভেড়ামারা, খুলনা প্রকল্প কাজের সনদপত্রের তারিখ ট্যাম্পারিং করে অভিজ্ঞতা ১০ বছর দেখিয়ে দরপত্র দাখিল করে এবং সিরাজগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল শিল্প পার্কের সংশ্লিষ্ট কাজ হাতিয়ে নেয়। এদিকে এ সংক্রান্ত বিষয়ে ক্যাসেল নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ৪ জানুয়ারি ২০২৩ তারিখে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এর ম্যানেজিং ডিরেক্টর, লিআইসন অফিস,৩,কাওরান বাজার-সি/এ,পেট্রো সেন্টার (১৩ তলা) ঢাকা-১২১৫ বরাবর একটি অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে তিনি সেই অভিযোগের সুত্রধরে সংশ্লিষ্ট দরপত্রের দরপ্রস্তাবের সাথে দাখিলকৃত সনদ এবং তারিখ ৩১ আগস্ট ২০১২ এর সঠিকতা যাচাইয়ের বিষয়ে সংশ্লিষ্ট দরপত্র মুল্যায়ন কমিটির আহ্বায়ক(মহাব্যবস্থাপক) ও সদস্য সচিব(ব্যবস্থাপক)কে তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এবং একইসাথে সংশ্লিষ্ট বিষয়ের সঠিকতা যাচাইয়ের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড এর পরিকল্পনা ও উন্নয়ন ডিভিশনের মহাব্যবস্থাপক, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক,সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক ও (সমন্বয়) ব্যবস্থাপনা পরিচালক এর দপ্তরের উপ-মহাব্যবস্থাপকে নির্দেশনা দিয়ে একটি পত্র প্রেরণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত করে তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করার জন্য গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এর মহাব্যবস্থাপক (প্রশাসন) রিনা রানী রায়’কে নির্দেশনা দেওয়া হয়। সে মোতাবেক তিনি তদন্ত করে ২৪ জানুয়ারি ২০২৩ তারিখে তদন্ত প্রতিবেদন মহাব্যবস্থাপক,ফিন্যান্স ও আহ্বায়ক,সংশ্লিষ্ট দরপত্র মুল্যায়ন কমিটি,পশ্চিমঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড বরাবর দাখিল করেন এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড ও গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক বরাবর অনুলিপি প্রেরণ করেন।

এদিকে দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে তিনি উল্লেখ করেন ডন কনস্ট্রাকশন কর্তৃক প্রদত্ত সনদ মোতাবেক প্রকল্প সমাপ্তি রিপোর্ট ও ভেড়ামারা খুলনা প্রকল্প হতে গৃহিত প্রকল্প কাজের অভিজ্ঞতার সনদপত্রটি পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় যে,ডন কনস্ট্রাকশন নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের দাখিলকৃত অভিজ্ঞতা সনদপত্রে প্রকল্প পরিচালকের স্বাক্ষর,স্মারক নং ঠিক রেখে তারিখ ৩১ আগস্ট ২০১২ উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে ভেড়ামারা, খুলনা- প্রকল্প কর্তৃক ইস্যুকৃত বর্ণিত প্রকল্পের সেকশন এফ এর কাজের সনদপত্রের তারিখ ৩১ জুলাই ২০১২। এমনকি এ প্রতিবেদন পাওয়ার পর এ সংক্রান্ত বিষয়ে ২ মার্চ ২০২৩ তারিখে মহাব্যবস্থাপক প্রকৌশলী ফজলে আলম সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ডন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এর জেনারেল ম্যানেজার বরবর একটি পত্র প্রেরণ করেন। প্রেরিত সেই পত্রে তিনি উল্লেখ করেন,ডন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড কর্তৃক সংশ্লিষ্ট প্রকল্প কাজের বিপরীতে দরপত্র দলিলের সাথে জিটিসিএল হতে প্রদত্ত এবং ডন কনষ্ট্রাকশন কোম্পানি লিমিটেড কর্তৃক দাখিলকৃত প্রকল্প কাজের অভিজ্ঞতার সনদ,যার স্মারক নম্বর জিটিসিএল /বি-কেপি/পিএলসি/০২১(এসইসি-এফ)/১৫৫৫,তারিখ ২৪/০৯/২০১২ এ কাজটির সমাপ্তির তারিখ ৩১/০৮/২০১২ পাওয়া যায়। কিন্তু জিটিসিএল কর্তৃক প্রেরিত পত্র স্মারক নম্বর-২৮.১৪.০০০০.১০৩.৫৬.০০১.২৩.২০,তারিখ ২৪/০১/২০২৩ এর মাধ্যমে জানানো হয় যে,উক্ত কাজের কার্য সমাপ্তির তারিখ ৩১/০৭/২০১২।

এমতাবস্থায় ডন কনষ্ট্রাকশন কোম্পানি লিমিটেড এর দাখিলকৃত তথ্যাদিকে মিথ্যা বিবেচনা করে কেন তার বিরুদ্ধে দরপত্রের তফসিল মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে না তার সম্পর্কে লিখিত বক্তব্য আগামী ০৭/০৩/২০২৩ তারিখের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করার জন্য অনুরোধ জানান। কিন্তু ডন কনস্ট্রাকশন উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হন। কিন্তু তার পরও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড এর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল ম্যানেজার (প্লানিং) পরস্পর যোগসাজস করে অর্থনৈতিক সুযোগ সুবিধা গ্রহনের মাধ্যমে ডন কনস্ট্রাকশন,ঢাকা’কে কাজটি দিয়েছেন। যে ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্র দাখিলের সময় অসৎ উদ্দেশ্যে এক জাল-জালিয়াতির মাধ্যমে কাজ বাগিয়ে নেওয়ার জন্য ভুয়া অভিজ্ঞতার সনদপত্র দাখিল করেছেন অথচ সেই ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কিভাবে শিল্প পর্কের কাজটি দেওয়া হলো তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন? তবে দুর্নীতিসহ জাল-জালিয়াতির আশ্রয় নেওয়ার পরও উচ্চ পর্যায়ের কর্তাব্যক্তিরা পক্ষে থাকলে যে,কাজ বাগিয়ে নেওয়া যায় তার জলন্ত প্রমাণ পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড’র ২১ কোটি ১৭ লাখ টাকার প্রকল্প কাজটি। এমতাবস্থায় অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে সংশ্লিষ্ট প্রকল্পের এ কাজটি বাগিয়ে নেওয়ার বিষয়ে ডন কনষ্ট্রাকশন কোম্পানি লিমিটেড এর বিরুদ্ধে তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও প্রকল্প কাজের কার্যাদেশ বাতিল করা প্রয়োজন বলে মনে করছেন সিরাজগঞ্জ জেলা উন্নয়ন কমিটির নেতারা। এবিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিল্প মন্ত্রীসহ দুর্নীতি দমন কমিশন ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

এব্যাপারে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া চৌধুরী বলেন,সংশ্লিষ্ট কাজের বিষযে যে ১০ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল তা ডন কনষ্ট্রাকশন কোম্পানি লিমিটেড এর নেই,কিন্তু এর পরও কিভাবে ওই প্রতিষ্ঠানটি কাজটি পেয়েছেন তা আমার জানা নেই। কারণ এ টেন্ডারটি হয়েছে পুর্বের কর্মকর্তার সময়। ফলে বিষয়টি আমি অবগত নই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel