রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নে ছান্দাবাড়ী এলাকায় পুকুর খননের অপরাধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝরের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক।
ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার দিকে বেলপুকুরিয়া ইউনিয়নের ছত্রগাছা মৌজায় ছান্দাবাড়ি এলাকায় অবৈধভাবে তিন ফসলী জমিতে পুকুর খনন ও ট্রাক্টর দিয়ে পাকা রাস্তায় মাটি বহনের কারণে এবং আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।