আগামী ১৫ আগস্ট উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভার আয়োজন করা হয়।
হরিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আলমগীরের সঞ্চলনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম বাবু, সহ-সভাপতি আব্দুল জলিল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন রিপা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সোহরাব হোসেন প্রধান, আমগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, হরিপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনাব্বর হোসেন,ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনাব, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুদ রানা চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ১৫আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ৬টি ইউনিয়নে যাতে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন সম্পর্কে সর্বসম্মতি গ্রহীত হয়। এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সভায় আলোচনা করা হয়।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগসহ ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবন্দ উপস্থিত ছিলেন।