আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে মুন্সিগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ইউসুফ আলী সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১১.০৮.২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ১৮:১৫ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন গড়চাপড়া পশ্চিমপাড়াস্থ মোঃ মনোয়ার হোসেন @ চুনো (৪৮), পিতা- মৃত মফিজ উদ্দীন, গড়চাপড়া (পশ্চিমপাড়া) এর বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১) মোঃ দুদু মিয়া (১৯), পিতা- আঃ মজিদ, সাং-গড়চাপড়া (মাঠপাড়া), থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাকে ৫০ (পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।