সিরাজগঞ্জ প্রতিনিধি: গভীর রাতে গরু চুরি করে চাঁ বিক্রেতার বাড়িতে লুকিয়েও শেষ রক্ষা হয়নি ৩ গরু চোরের। পরে জনতার হাতে আটক হয় ৩ গরু চোর, অপরদিকে একটি বাছুর গরু সহ আরেকজন গরু চোর জনতার হাতে আটক হয়েছে।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ পৃথক দুটি স্থান থেকে ৫টি গরু সহ ৪ জন গরু চোরকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো- মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার হঠাৎপাড়ার মোস্তফা মোল্লার ছেলে অকব আলী মোল্লা, দেওয়ান তারুটিয়া গ্রামের মৃত দেলবার এর ছেলে জেলহক আলী সরকার, ফকির পাড়ার মৃত রহিমের ছেলে ছোরমান সরকার ও সবুজ হোসেন।,
জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার গালা ইউনিয়নের তারুটিয়া গ্রামের জনৈক চা বিক্রেতা আজিজাল শেখ ঘুম থেকে উঠে দেখতে পান তার গোয়াল ঘরে তিনটি গাভী ও একটি বাছুর গরু সহ মোট ৪টি গরু বাধা রয়েছে।,
পরে ৩জন ব্যক্তি উপস্থিত হয়ে জানান যে গরু ৪টি তাদের, রাত গভীর হয়ে যাওয়ায় ভোর আনুমানিক ৪টায় তার বাড়ির গোয়ালে বেধে রাখা হয়েছে।
ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে গ্রামবাসী এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে তারা শিকার করেন যে গরু ৪টি তারা চুরি করে এনেছেন।
পরে স্থানীয় লোকজন বিষয়টি শাহজাদপুর থানায় অবহিত করলে থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল বিকালে ঘটনাস্থলে তারুটিয়া গ্রামে উপস্থিত হয়ে গরু ৪টি উদ্ধার ও গরু চুরির সাথে জড়িত থাকায় ৩জনকে আটক করে থানায় নিয়ে আসেন।,
অপরদিকে বুধবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়ন থেকে চুরি যাওয়া একটি বাছুর গরু উদ্ধার করে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। এসময় গরু চুরির সাথে জড়িত থাকার দায়ে সবুজ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
জানা যায়, গরু গুলো উপজেলার শেলাচাপড়ি, আলোকদিয়ার ও পাবনার ফরিদপুর উপজেলার সেলন্দা গ্রাম থেকে চোরেরা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বুধবার ভুক্তভোগী গরুর মালিকেরা থানায় উপস্থিত হয়ে গরুগুলো তাদের বলে সনাক্ত করেন।
এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে পুলিশের ২টি দল পৃথক দুটি জায়গায় উপস্থিত হয়ে গরু উদ্ধার ও আটককৃতদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গরুর মালিকরা বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় আলাদা ২টি মামলা দায়ের করেছেন। আসামী ৪ জনকে বুধবার বিকালে শাহজাদপুর চৌকি আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।,