না
পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিতর্কিত নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলমকে অবশেষে বদলি করা হয়েছে। ৬ আগস্ট বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসচিব (প্রশাসন) সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত এক আদেশে পাবনা থেকে তাকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) হিসেবে ঢাকায় বদলি করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যেই তাকে কর্মস্থল ত্যাগ করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয় বদলী আদেশে।
অভিযোগ রয়েছে, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী থাকাকালীন কোহিনুর আলমের অনিয়ম ও দূনীতির অভিযোগ প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। সেই সময় পানি উন্নয়ন বোর্ডের সদর দপ্তরে তাকে শাস্তিমূলক বদলী করা হয়। এরপর গত বছরের জুন মাসে তিনি পাবনা সার্কেলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে যোগদান করেন।
সেখানে এসে আবারও শুরু হয় তার দাপুর্টে কার্যক্রম। দুর্নীতি, স্বজনপ্রীতি, সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করাসহ নানা অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর অভিযোগ করেন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি ও ঠিকাদারগণ। অনিয়ম তদন্তও শেষ হয়েছে। এরই সূত্র ধরে তাকে ঢাকায় বদলী করা হলো।
পাবনাতে যোগ দিয়েই ঘুষ, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার নানা অভিযোগ ওঠে কোহিনুর আলমের বিরুদ্ধে। তার অত্যাচারে ও খারাপ ব্যবহারের কারণে অনেক কর্মচারি সেখান থেকে বদলী নিয়ে চলে যান। দির্ঘদিন ধরে তার অপসারণ দাবি করে আসছিল পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি। এ সংক্রান্ত খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। তার বদলী আদেশে স্বস্তি ফিরেছে রাজশাহী ও পাবনা জোনের ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারিদের মধ্যে।