সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া প্রেস ব্রিফিংয়ে জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে নির্মিত ৪র্থ পর্যায়ের ২য় ধাপে আগামী ৯ আগস্ট সারা দেশের ন্যায় বেলকুচি উপজেলায় মোট ২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক করে জমির দলিল ও নামজারি খতিয়ানসহ নতুন ঘর হস্তান্তর করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।