রাজশাহী জেলার পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নাইম (১৬) নামের একজন নিহত ও ৭ জন আহত হয়েছেন। নিহত ও আহত সকলের বাড়ি পুঠিয়ার শাহবাজপুর গ্রামে।
রোববার রাত একটার দিকে পুঠিয়ার তারাপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাইম শাহবাজপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
আহতরা হলেন, শামিম (৩৫) পিতা- নাজিমুদ্দিন, জুয়েল (১৮) পিতা- রবিউল, তুহিন (২১) পিতা-মৃত সাদেকুল, সুমন (১৭) পিতা- মিন্টু, আল আমিন (২১) পিতা- হামজাল, জিয়াউর (৪০) পিতা- মুনসুর, রিপন (২৫) পিতা- আবু সাইদ।
আহতরা জানান, রাতে তারা একটি ভ্যানগাড়িতে করে ঘুরতে বেরিয়েছিলেন। বাড়িতে ফেরার পথে তারাপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের ভ্যানগাড়িতে ধাক্কা মেরে সটকে পড়ে। তাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে নাইম মারা যান। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠিয়ে দেন।
এব্যাপারে পবা হাইওয়ে পুলিশের কর্মকর্তা (শিবপুর থানা) মোফাখ্খারুল ইসলাম জানান, দুর্ঘটনাটি গভীর রাতে হয়েছে। নিহত ও আহত ব্যক্তিদের খোঁজ খবর নিয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।