আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত।খেলায় বালিকা বগাদি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে খাসকররা উদয়ন প্রাথমিক বিদ্যালয়কে- হারিয়ে চ্যাম্পিয়ন এবং বালক ভাংবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়, কাইতপাড়া প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।গতকাল বিকেল সাড়ে ৩ টার দিকে বিটিম ফুটবল মাঠে খেলা ফাইনাল খেলা অনুষ্টিত হয়।খেলায় পুরস্কার বিতরনী অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।তিনি বলেন বর্তমান সরকার প্রতিবছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করছে,এতে করে যুবক সমাজ অসামাজিক কর্যকলাপ থেকে দুরে থাকে,সেই সাথে খেলাধুলার পরিবেশ ফিরে আসলে যুবক ছেলেরা সুস্থ- মন ও সুস্থ- দেহের অধিকারি হবে।খেলোয়াড়দের উদ্দ্যেশ্যে বলেন খেলাধুলা করলে স্বাস্থ সুরক্ষা থাকে,সেই সাথে মনও ভাল থাকে।তাই লেখাপড়ার পাশাপাশি তোমরা খেলাধুলায় মনোনিবেশ করবে।একজন ছেলে লেখাপড়ার পাশাপাশি খেলা ধুলা শিখলে সে একসময় মানুষের মত মানুষ হতে পারবে।,তোমরাই সুস্থ সাংস্কৃতির চর্চা করবে,সুস্থ সবল দেহ ও সুস্থ মনের অধিকারি হবে,আজকে ফাইনাল খেলাটি দুটি দলই খুব সুন্দর খেলেছো,তাদের ক্রীড়া নৈপুন্যে আমরা সকল দর্শকু মুগ্ধ হয়েছি।যারা জয়লাভ করেছ তাদেরকে অভিনন্দন,এবং আজকে রানার আপ হয়েছে তোমরাও ভাল খেলেছো।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু,ভাইস চেয়ারম্যান এ্যাডঃ খন্দকার সালমুন আহমেদ ডন,মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু,ওসি তদন্ত একরামুল হোসেন,প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি,উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা,কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা,মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার।শমিম রেজার উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন,।এছাড়াও উপস্থিত ছিলেন,ইনেস্টকটর জামাল হেসেন, ,একাডেমিক সুপার ভাইজার ইমরুল হক, সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান,ভিডিপি অফিসার আজিজুল হাকিম,গুদাম রক্ষক লিটন কুমার,প্রকল্প কর্মকর্তা এনামুল হক,প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু,,৪ ইউনিয়নের চেয়ারম্যান ও তাদের প্রতিনিধিগন,বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ, প্রমুখ।আলোচনা শেষে অতিথি বৃন্দ বিজয়ি ও রানার আপদের মাঝে পুরস্কার বিতরন করেন।রেফারির দায়িত্ব পালন করেন,আবুল হাসান,জুয়েল রানা,রনি আলম ও মহসিন কামাল।এছাড়াও উপজেলা প্রশাসন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা’র সহযোগিতায় ও উপজেলা শিক্ষা অফিস, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা এর আয়োজনে ২০২২/২০২৩ অর্থবছরে Special Education Need and Disabilities (SEND) কার্যক্রম বাস্তবায়ন এর আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে এ্যাসিস্টিভ ডিভাইস (হুইল চেয়ার, শ্রবন যন্ত্র, চশমা, ক্রাচ) বিতরণ করা হয়েছে।