আলমডাঙ্গা আন্তঃজেলা চোর চক্রের হোতা তারেক পুলিশের হাতে আটক হয়েছে। থানা সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এলাকার কুখ্যাত চোর তারেক আলমডাঙ্গা বাবুপাড়া এলাকায় অবস্থান করছে। সাথে সাথে তিনি এসআই লিটন মন্ডল ও এসআই দেবাশিষ কে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটকের নির্দেশ দেন। দ্রুত এসআই দুজন সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ এলাকায় ঢুকে অনেক খোজাখুজির এক পর্যায়ে সকাল ১০ টার দিকে অত্যান্ত কৌশলে তারেক চোর কে আটক করে। তারেক চোর আটক হয়েছে এ খবর পেয়ে আলমডাঙ্গা বিদ্যুৎ অফিসের কর্মকর্তা লিটন (ওজোপটিকো) এই প্রতিবেদককে জানান গত কয়েকদিন আগে আমার বাসা থেকে ১০ হাজার টাকা দামের বাইসাকেল সহ বেশকিছু মালামাল তারেক ও তার দলবল চুরি করেছে। নিগার সিদ্দিক কলেজের প্রভাষক রইচউদ্দিন অভিযোগ করে বলেন, একইভাবে আমার বাসার তালা ভেঙ্গে প্রায় ৪০হাজার টাকার আসবাবপত্র চুরি করেছে। বাবুপাড়ার রফিকুল বলেন, আমার বাসা থেকে প্রায় ১০ হাজার টাকার সার্ভিসিং তার ও একই এলাকার সনেট এর বাসা থেকে প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করেছে এই চক্র। একজন দরীদ্র ভ্যান চালক তবারক জানায়, তারেক একমাত্র উপার্জনের মাধ্যম ভ্যানটি চুরি করেছে। এ ছাড়াও শত শত চুরির অভিযোগ আছে তার বিরুদ্ধে। এলাকাবাসীর মতে এই চক্রটি এলাকায় বেশকিছুদিন ধরে সক্রিয়। গত দুই মাস ধরে তারা ব্যাপক বেপরোয়া হয়ে ওঠে। আমাদের জানামতে গত মাসেই কমপক্ষে ১৫টি বড়িতে চুরি সংঘটিত করে ৫/৭ টি সাইকেল সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করেছে। আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বলেন, ওকে রিমান্ডে এনে ঐসব মালামাল উদ্ধারের চেষ্টা করবো।