স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ যথাযথ মর্যদায় পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ৩০.০৭.২০২৩ খ্রিঃ সকাল ১১ টার সময় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিভাবক আব্দুল্লাহ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। এছাড়াও সকল সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।