দামুড়হুদায় উপজেলা পর্যায়ে দুদিনব্যাপি সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। দামুড়হুদা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বাংলা একাডেমির সমন্বয়ে ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সার্বিক পৃষ্ঠপোষকতায় জেলার ৪ উপজেলা থেকে আগত কবি সাহিত্যিকদের পদচারনায় মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গন। মেলা প্রাঙ্গনে বেশ কয়েকটি বইয়ের স্টল মেলাকে সম্মৃদ্ধ করেছে। কবিতা ও গানের আলো ছড়িয়েছেন উপ¯ি’ত কবি সাহিত্যিকরা। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে দামুড়হুদা উপজেলা অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। জাতির পিতা বঙ্গবন্ধুর ১৯ মিনিটের ভাষণকে পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা উল্লেখ করে তিনি বলেন, সাহিত্য অন্তর্দৃষ্টির উন্মেষ ঘটায়। আর অর্ন্তদৃষ্টির মাধ্যমে মানুষের আচরণ-অনুভূতি ও চিন্তার কারণ আবিষ্কার করতে সাহায্য করে। এই উপজেলার অতীতের গৌরব উজ্জল সাহিত্য ভান্ডার বর্তমান সময়ের সাহিত্য অঙ্গনকে সম্মৃদ্ধ করেছে। এটা বলাই বাহুল্য যে, বিগত দিনে দামুড়হুদা উপজেলায় বেশকিছু বড় মাপের কাবি সাহিত্যিকরা সাহিত্য চর্চা করে গেছেন। উল্লেখযোগ্যদের মধ্যে কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জয়রামপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোন স্বর্ণকুমারী দেবী এবং লোকনাথপুরে সোহরাব হোসেন ও সুভাষ মুখোপাধ্যায়।
দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদের কাব্যিক উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ। প্রধান বক্তা হিসেবে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মুনমুন। অতিথি হিসেবে উপস্থি’ত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল গফুর ও দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী। কবি সাহিত্যিকদের মধ্যে উপস্থি’ত ছিলেন দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক দর্শনা সাহিত্য পরিষদের উপদেষ্টা কবি আবু সুফিয়ান, দামুড়হুদা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি ইসমাইল হোসেন, জীবননগর উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি নজির আহম্মেদ, আলমডাঙ্গা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী, আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি এম. জামিরুল ইসলাম খান জামিল, আলমডাঙ্গা প্রেসক্লাব সেক্রেটারী ও কলমিলতা সাহিত্য পত্রিকার সম্পাদক কবি হামিদুল ইসলাম আজম, আলাউদ্দীন পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী, কবি আব্দুল খালেক, মেহেদি হাসান নাহিদ, নাসির উদ্দীন, আবুল কাশেম, কোরবান আলী, মান্নান ফকির, রেজা আহমেদ, মিজানুর রহমান মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক কবি হাফিজুর রহমান, মুরশীদ আলী, আকলিমা খাতুন, শ্রী রতন কুমার শর্মা, শরীফ সাথী, মেহজাবিন শাপলা, নুরুল আলম বাকু, সাইফুল ইসলামসহ চার উপজেলা থেকে আগত প্রায় দুই শতাধিক কবি-সাহিত্যিকবৃন্দ।
অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলার সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরে প্রবন্ধ পাঠ করেন দামুড়হুদা উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক স্বার্থক আলীম। অতপর জাদু শিল্পি মোহাম্মদ আলী জাদু প্রদর্শণ করেন। এর আগে কবিতা আবৃত্তি করেন দামুড়হুদা থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল। দুপুরে শুরু হয় লেখক কর্মশালা। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ। স্থানীয় লেখকদের স্বরচিত সাহিত্য পাঠ, কবিতা/ছড়া পাঠ, কথা সাহিত্যিকদের ছোটগল্প-উপন্যাস পাঠ। দুপুর ২ টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত চলে সাহিত্য পাঠের আসর সাহিত্য আড্ডা।