চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার দিকনির্দেশনায় প্রত্যেকটি থানা এলাকায় একযোগে আইন-শৃঙ্খলা মহড়া অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে প্রতিরোধে করতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) এর নেতৃত্বে ডিবি, সদর থানা, সদর ফাঁড়ি, দামুড়হুদা মডেল থানা, দর্শনা থানা, জীবননগর থানা, আলমডাঙ্গা থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে প্রত্যেক থানা এলাকার প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।