চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ডিবি, ডিএসবি, সদর থানা, সদর কোর্ট, ট্রাফিক, পুলিশ লাইন্সে কর্মরত সকল অফিসার ও ফোর্সের কেন্দ্রীয় রোলকল ২৮.০৭.২০২৩ খ্রিঃ রাত ০৮টার সময় অনুষ্ঠিত হয়। উক্ত রোলকলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
পুলিশ সুপার মহোদয় কেন্দ্রীয় রোলকলে উপস্থিত সকল অফিসার-ফোর্সের সাথে আবাসন, উন্নত মানের খাবার সরবরাহ, সতর্কবস্থায় অর্পিত দায়িত্ব পালন, ছুটি, রেশন, চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন। জেলা পুলিশের সকল ইউনিটে শোকাবহ আগস্ট মাসে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, বাড়তি নিরাপত্তাসহ অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন। দেশপ্রেমের আদর্শ বুকে ধারণ করে লাখো শহীদের রক্তের বিনিময় অর্জিত এই স্বাধীনতা রক্ষায় স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। যারা দেশের উন্নয়নে বাঁধাগ্রস্থ করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। সর্বদা দেশ ও জনগণের কল্যাণে কাজ করা আহ্বান জানান।
পুলিশ সুপার মহোদয় বলেন, জেলা পুলিশে কর্মরত সকলকে পুর্ণাঙ্গ ড্রেসরুল মেনে ইউনিফর্ম পরিধান করতে হবে। অর্পিত দ্বায়িত্ব নিষ্ঠার সাথে পালনের পাশাপাশি জনসাধারণের সাথে ভাল ব্যবহার করতে হবে। অপেশাদার আচরণ থেকে বিরতে থেকে পুলিশী সেবা নিশ্চিত করতে হবে। ডেঙ্গু আক্রান্ত প্রতিরোধে আবাসস্থলের আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্নসহ যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।
উক্ত রোলকলে আরও উপস্থিত ছিলেন আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ আলমগীর কবীর, ডিআইও-১, ডিএসবি, আবদুল আলীম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মোঃ আমিনুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স, মোঃ জিয়াদ হাসান, ইনচার্জ, মটরযান শাখা, চুয়াডাঙ্গা, সদর কেন্দ্রিক ইন্সপেক্টর, টিআইসহ সকল পদমর্যাদার ও ফোর্স।