শুক্রবার উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর চরপাড়া গ্রামের চান মিয়ার ৪ বছরের শিশু কন্যা রিমি কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে, একই গ্রামের মালেকের পুত্র নওশাদের( ৩৫) বিরুদ্ধে।
শিশুকন্যা রিমির মা সাংবাদিকদেরকে বলেন, নওশাদের বউ বাড়ির বাইরের বাগানে কাজ করছিল এবং বাড়িতে নওশাদ ছাড়া কেউই ছিল না। বাড়ি ফাঁকা পেয়ে, সুযোগ বুঝে নওশাদ কু- কর্ম করার চেষ্টার করছিলো। তিনি বলেন আমার মেয়ে ওদের বাড়িতে খেলতে গেলে বিভিন্ন খাদ্য খাবারের লোভ দেখিয়ে ওকে কাছে ডেকে ঘরের মধ্যে নিয়ে আপত্তিকর ও স্পর্শকাতর স্থানে হাত দিলে রিমি চিৎকার করে। চিৎকার শুনে প্রতিবেশীসহ, তারা অনেকেই ঘটনাস্থলে উপস্থিত হন এবং রিমিকে উদ্ধার করেন।
এ বিষয় অভিযুক্ত নওশাদের সাথে কথা বললে সে জানান এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগ। নওশাদ বলেন এটা আমার বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত ও অপপ্রচার ও জরিমানা আদায়ের ফন্দি। অভিযুক্ত নওশাদের স্ত্রী, সন্তানাদিও রয়েছে।
এ বিষয়ে থানায় কোন মামলা বা অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে,
রিমির পরিবার থেকে জানানো হয় মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই তারা মামলা-মোকদ্দমায় যাবেন না। সামাজিকভাবে বিচার সালিশের মাধ্যমে ফয়সালা করার চেষ্টা চলছে।