1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত  গাইবান্ধায় প্রিপেইড মিটার নিয়ে নেসকোর একগুঁয়েমির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মৌলভীবাজারে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন মৌলভীবাজারে বিএনপি নেতা গাজী মারুফের জানাজা সম্পন্ন  গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল নারী নির্যাতন: ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার ‎গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে কম্বল পেলেন ৩শ দুস্থ অসহায় মানুষ বিএনপি  যোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে কর্মী সভা গাইবান্ধায় মাদক বিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত গাইবান্ধার পলাশবাড়ীতে আখ চাষিরা গুড় তৈরিতে ব্যস্ত মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য  মারুফ’র মৃত্যুতে মহাসচিব এর শোকবার্তা

৮ম বারের মতো আবারও জেলার শ্রেষ্ট বাঁশখালীর ওসি কামাল উদ্দিন পিপিএম

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৯৪৭ বার নিউজটি পড়া হয়েছে

পূর্বে পাহাড়, পশ্চিমে সাগর বেষ্ঠিত নয়নাবিরাম সৌন্দর্য্যের অন্যতম জনপদ বাঁশখালী। বৃহত্তম জনগোষ্ঠির এ অঞ্চল একটা সময় দেশজুড়ে নিত্য ঘটনাপ্রবাহের মধ্যে বাজেভাবে আলোচিত ছিল। এখন অপরাধ প্রবণতা অনেকটা কমে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা মজবুদ ভিত্তিতে। বাঁশখালী থানায় লোকজন পাচ্ছে হয়রানীমুক্ত নাগরিক সেবা। ‘পুলিশ জনগণের বন্ধু’ এটা প্রমাণ করতে বাঁশখালী জুড়ে স্কুল-মাদরাসা, মসজিদ-মন্দিরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অব্যাহত রয়েছে কমিউনিটি পুলিশিং সভা। কথা বলছেন সবার সাথে, শুনছেনও সবার কথাও। সর্বসাধারণের জন্য উন্মুক্ত রেখেছেন নিজের অফিস। ইয়াবা-মাদক নির্মূলে আপোষহীন কার্যক্রম চলছে বিরতিহীনভাবে। শক্তহাতে দমন করছেন অপরাধীদের। সম্প্রতি ঘটে যাওয়া বাঁশখালী উপজেলার বৈলছড়ীর আলোচিত একটি ক্লু-লেস মার্ডারের ঘটনার পর টানা ৪১ ঘন্টার অভিযান শেষে সকল জল্পনাকল্পনা, চিন্তা-ভাবনা ও সন্দেহের উর্ধ্বে গিয়ে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আলোচিত হয়েছেন তিনি। তিনি হচ্ছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম।

বাঁশখালী থানার ওসি নিজের সৌভাগ্য ও সফলতা ফেরানোর পাশাপাশি তাঁকে ঘিরে যারা পেশাগত দায়িত্ব পালন করছেন তাঁরাও আলোকিত হচ্ছেন। ৮ম বারের মতো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি’র স্বীকৃতি পেলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন পিপিএম। রবিবার (২৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ তাঁকে মে ও জুন মাসে বাঁশখালীতে অস্ত্র, মাদক উদ্ধার এবং দাগী-চিহ্নিত আসামী গ্রেফতারে অবদান রাখায় পর পর দুই মাসের জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি হিসেবে ক্রেষ্ট তুলে দেন। ওসি কামাল উদ্দিন বাঁশখালীতে যোগদানের পর এর আগেও চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি’র ছয় বার স্বীকৃতি পেয়েছিলেন। পর পর তিনবার ২০২১ সালের নভেম্বর ও ডিসেম্বর মাস এবং ২০২২ সালের জানুয়ারী মাস । ২০২৩ সালের জানুয়ারী, এপ্রিল, মে ও জুন মাসে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিসহ পুরুস্কারের ঝুলিতে ৮ম বার হল। এছাড়া জেলার আরও ৪ জন দারোগা সেরা হয়েছেন। তারা হলেন মাদক উদ্ধারের জন্য এস আই রফিকুল ইসলাম, বেশি সংখ্যক মামলা নিস্পত্তির জন্য এস আই মোহাম্মদ মাসুদ, বেশি সংখ্যক গ্রেফতারি পরোয়ানা আসামী ধরার জন্য এএসআই মোহাম্মদ খালেক, বেশি সংখ্যক সাজা প্রাপ্ত আসামী ধরার জন্য এএসআই আব্দুর রহিম। এর আগে বেশি সংখ্যক মামলা নিস্পত্তির জন্য থানার সেকেন্ড অফিসার এসআই রাজীব চন্দ্র পোদ্দার এবং বেশি সংখ্যক আসামী গ্রেফতারে অবদান রাখায় এএসআই আব্দুল খালেকও পুরস্কৃত হয়েছিলেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন পিপিএম বলেন, বাঁশখালী থানার দলবদ্ধ পুলিশবাহিনী আন্তরিকভাবে কাজ করে বলে প্রতিমাসে ব্যাপক মাদক, অস্ত্র উদ্ধার করতে পারি। দাগী আসামীরাও গ্রেফতার হচ্ছে। নিরলস কাজ করে স্বীকৃতি পেলে কাজে দ্বিগুণ উৎসাহ জাগে। নিজের শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি দেশের জন্য শ্রেষ্ঠ কিছু করতে পারাটা আমার জীবনের লক্ষ্য ও উদ্দ্যেশ্য। পাশাপাশি আমার উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এলাকার জনগ‌নকে শা‌ন্তি‌তে রাখ‌তে, মাদক নির্মুলে, সন্ত্রাস নির্মূলে ‌যে কোন ত‌্যাগ স্বীকার কর‌তে প্রস্তুত ব‌লে জানান তি‌নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel