আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে মুন্সিগঞ্জ ক্যাম্পে কর্মরত এসআই (নিঃ) মোঃ ইউসুফ আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১৯.০৭.২০২৩ খ্রি: তারিখ আনুমানিক ২১টা ৫৫ মিনিটের সময় আলমডাঙ্গা থানাধীন মাদারহুদা দক্ষিনপাড়াস্থ মোঃ নূর আলীর বসত বাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে আসামী ১) মোঃ আশাবুল হক @ রিপন (৩০), পিতা- মোঃ ওহিদুল হক, ২) মোঃ নাইম আলী (২০), পিতা- মোঃ কুদ্দুস আলী, উভয় সাং- মাদারহুদা (দক্ষিনপাড়া), থানা- আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা, ৩) মোঃ সুজন আলী (২৬), পিতা- মোঃ আমজেদ আলী, সাং- সুতাইল, থানা- মিরপুর, জেলা- কুষ্টিয়াদেরকে ৮০ (আশি) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।