গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও সমবায় প্রতি মন্ত্রী স্বপন ভট্রাচার্জ আলমডাঙ্গায় শ্রী শ্রী নামযজ্ঞানুষ্টান পরিদর্শনে আসেন।গতকাল বিকেল সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার উদ্দ্যেশ্যে রওনা হন।তিনি বিশিষ্ট শিল্প পতি বাবু গীরিধারী লাল মোদীর ব্যাক্তিগত আমন্ত্রনে আলমডাঙ্গায় আসলে প্রথমে গিরীধারী লাল মোদীর বাসভবন/ উত্তরা ট্রেডার্স নামের ব্যাবসা প্রতিষ্টানে পৌছালে আলমডাঙ্গা নামযজ্ঞানুষ্টানের পক্ষ থেকে নামযজ্ঞানুষ্টানের সভাপতি বাবু গিরীধারী লাল মোদী তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান,এর পর আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু পৌর সভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কালিশপুর মন্দির কমিটির পক্ষ থেকে বাবু সুশিল কুমার ভৌতিকা ও বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র নাথ দত্ত ফুলের তোড়া তুলে দেন। পরে মন্ত্রী স্বপন ভট্রাচার্জ বাবু গীরিধারী লাল মোদীর গদিঘরে বসলে তিনাকে অপ্যায়ন করা হয়।এ সময় মন্ত্রী স্বপন ভট্রাচার্জ বলেন আমি এখানে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাপ্রদায়িক সম্প্রিতি দেখে মুগ্ধ হয়েছি,নামযজ্ঞানুষ্টান চত্তর এলাকার আসপাশে বিশাল মেলা বসেছে,এখানে হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের লোকজন ভীড় করে বিকিকিনি করছে দেখলাম।ইতিপুর্বে গীরিধারী বাবুর মুখে শুনেছি আলমডাঙ্গা একটি প্রশিদ্ধ ব্যাবসায়ি এলাকা,শত শত বছর এখানে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। সেখানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হামিদ রেজা,আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু,উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস,মন্ত্রীর এ পি এস কবির খান,ওসি বিল্পব কুমার নাথ,বিজয় কুমার মোদী,গনেশ কুমার মোদী,আলমডাঙ্গা মন্দির কমিটির সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাস,জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রশান্ত অধিকারি,ওসি তদন্ত একরামুল হোসেন,এস আই আমিনুর রহমান প্রমুখ।এর আগে মন্ত্রী মহদয় আলমডাঙ্গা সীমানায় প্রবেশ করলে আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।গীরিধারী বাবুর গদীঘর থেকে আপ্যায়ন শেষ করে মন্ত্রী মহদয় সকলকে নিয়ে নামকির্তন অনুষ্টানে যোগদান করেন।সেখানে বেশ কিছু সময় নাম কির্তন শুনে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন।
এ জাতীয় আরো খবর ....