আলমডাঙ্গায় কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সাথে কৃষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক জোটের সভাপতি এমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।তিনি বলেন আপনারা প্রান্তিক কৃষকদের সাথে কাজ করে থাকেন,বিশেষ করে কৃষকদের সমস্যা হলে,বিশেষ করে তারা সার,বিজ,কিটনাশক সরকারি মুল্যে সঠিক ভাবে পাচ্ছে সে বিষয় গুলি আপনারা দেখভাল করেন,যে কারনে কৃষকদের কাছে আপনাদের গুরুত্ব অপরিশিম।কৃষি নির্ভর শীল এই দেশে সরকার কৃষদের জন্য হাজার হাজার কোটি টাকা ভুর্তুকি দিচ্ছে,বেশি দামে ইউরিয়া,পটাশ কিনে এনে কৃষকদের কাছে কম মুল্যে বিক্রয় করছে,আপনারা খোজ নিয়ে দেখবেন ফার্টিলাইজার ডিলারগন সঠিক ভাবে সার কৃষকদের কাছে বিক্রয় করছে কিনা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, কৃষক জোটের উপদেষ্টা খন্দকার শিহ আলম মন্টু রিসো সংস্থার পিসি মশিউর রহমান। উপজেলা কৃষকদের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের উপস্থাপনায় বক্তব্য রাখেন রিসোল সংস্থার প্রকল্প সহকারি আসমা হেনা চুমকি, আব্দুল খালেক, খন্দকার হাসানুজ্জামান, আব্দুল মালেক, মাহবুবুর ইসলাম, জান্নাতুল ফেরদৌস, উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, আহসানুল হক, মনজুরা খাতুন, মহম্মদ বিন সাইদ, আশরাফুল ইসলাম, আলমডাঙ্গা কৃষক জৌটের পিসি সিরাজুল ইসলাম ও শরিফুল ইসলাম।
এ জাতীয় আরো খবর ....