টাইপালং আদর্শ সমিতির উদ্যোগে ঘুমধুম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রেজু আমতলী দারুল ইছলাহ্ নূরানী
মাদ্রাসা র ছাত্র ছাত্রীদের মাঝে বিনা মূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসা
পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আশরাফ আলী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন
টাইপালং আদর্শ সমিতির সভাপতি জনাব আব্দুল মাজেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের গুরুত্ব নিয়ে বক্তব্যে বলেন গাছ আমাদের অমুল্য সম্পদ গাছ বাচলে মানুষ বাঁচবে বৃহত্তর রেজু আমতলী বাসীর সার্থে অবৈধ ভাবে গড়েওটা রেজু আমতলী, ফাত্রা জিরি,বরইতলী,
আজুখাইয়া,ফকিরপাড়ায়,ইটভাটা গুলো সরকারি নিয়ম অনুযায়ী পরিবেশ বান্ধব চুলা ব্যবহার করার জন্য অনুরুধ জানায় অন্যতায় জনগণের সার্থে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার মধ্যে দিয়ে জনগন কে সাথে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়া হবে। স্থানীয়রা জানান শুকনো মৌসুমে এই এলাকায় আলু মরিচ বেগুন ও কৃষি সম্পর্কিত সমস্ত চাষাবাদ মারাত্মকভাবে ঝুঁকিতে পড়েছে,নেতা কর্মীরা বলেন এর
থেকে পরিত্রাণ পেতে চাই অন্যতায় আগামী প্রজন্ম এই দূষণের ফলে মারাত্মকভাবে পরিবেশ বিপর্যয় ঘটবে, এতে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা র পরিচালক মাওলানা হাফেজ মোঃ ইসমাইল, সমিতির কোষাধক্ষ্য
ছাত্রনেতা ওসমান সরওয়ার মাদ্রাসা র শিক্ষক মাস্টার সালামত উল্লাহ, মাওলানা ছৈয়দ আলম ও স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ,