1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন মৌলভীবাজারে বিএনপি নেতা গাজী মারুফের জানাজা সম্পন্ন  গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল নারী নির্যাতন: ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার ‎গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে কম্বল পেলেন ৩শ দুস্থ অসহায় মানুষ বিএনপি  যোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে কর্মী সভা গাইবান্ধায় মাদক বিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত গাইবান্ধার পলাশবাড়ীতে আখ চাষিরা গুড় তৈরিতে ব্যস্ত মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য  মারুফ’র মৃত্যুতে মহাসচিব এর শোকবার্তা চুয়াডাঙ্গা জেলা কারাগার মাসিক পরিদর্শন মৌলভীবাজারে  পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২

রাজশাহীতে মাদক নিয়ে মার্ডার

কাজী এনায়েত, রাজশাহী:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১১৩ বার নিউজটি পড়া হয়েছে

 

রাজশাহী জেলার পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ব্যড়পাড়া এলাকায় মাদক ব্যবসা কে কেন্দ্র করে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের নাম, হাবিব (৩৮)। লাঁশ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে নিহতর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত হাবিব ব্যড়পাড়া গ্রামের গোলাপের ছেলে। এ তথ্য নিশ্চিৎ করেন আরএমপি দামকুড়া থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান।

জানা গেছে, গত ১০ তারিখ রাতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সোনায়কান্দি এলাকার মৃত জালেপের ছেলে ঈশার সাথে ফেনসিডিলের টাকা নিয়ে দন্ড বাধে ব্যরপাড়া গ্রামের গোলাপের ছেলে হাবিবের সাথে। এ ঘটনা কে কেন্দ্র করে ঈশার নেতৃত্বে অজ্ঞাত ৭ থেকে ৮ জন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় হাবিবের উপরে। এসময় ঈশা চাকু দিয়ে হাবিবকে আঘাত করে ও অন্যরা মারপিট করে গুরুতর জখম করে। এসময় ঘটনা স্থলে লুটিয়ে পড়ে হাবিব। পরে স্থানিয়রা দ্রুত হাবিবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ট করেন। ঢাকায় হাসপাতালে ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত কাল ইন্তেকাল করেন হাবিব। মঙ্গলবার ময়না তদন্ত শেষে নিহতর লাঁশ ব্যরপাড়া গ্রামের নিহত হাবিবের পিতা গোলাপের কাছে হস্তান্তর করা হয়। রাত ১০ টার দিকে নিহত হাবিবকে পারিবারিক গোরস্থানে ব্যড়পাড়ায় দাফন করা হবে।

স্থানিয় সূত্রে জানা গেছে, সোনাইকান্দি এলাকার মাদকের গটফাদার মৃত বাবলুর ছেলে সোহেল। সোহেল ওই এলাকার পাইকাড়ি ফেনসিডিল ব্যবসায়ী। সোহেল ভারত থেকে হাজার হাজার পিচ ফেনসিডিল নিয়ে আনার পরে ওই এলাকায় খুচরা ব্যবসায়ীদের কাছে ছাপলাই করে থাকেন। সোনায়কান্দি ব্যড়পাড়াসহ আশে পাসের সকল খুচরা ফেনসিডিল ব্যবসায়ীরা সোহেলের কাছে থেকে নিয়ে খুচরা বিক্রি করতে হয়। মাদক সম্রাট সোহেলের ফেনসিডিলের টাকার জন্য ঈশা গুপ ও হাবিব গুপের সাথে দন্ড বাধে। আর সোনাইকান্দি মাদক সিন্ডিকেটের হোতা ‍মৃত বাবলুর ছেলে সোহেল। এছাড়াও ওই মাদক সিন্ডিকেট পুরা নিয়ন্ত্রন করেন সোহেল। সোহেলের কাছে থেকে ফেনসিডিল নিয়ে খুচরা বিক্রি করেন ইউসুব ঘোষ, হামু, সাগর, ঈশা গুপের সবাই, হাবিব গুপের সবাই। এর আগেও ১ হাজার ফেনসিডিল হারিয়ে যায় সোহেলের। এ কারনে সন্ধ জনক ভাবে ওই এলাকার দুই ব্যক্তিকে সোহেল জরিমানা করে সেই ফেনসিডিলে টাকা বাবদ জমি লিখে নেয়। এতো কিছুর পরেও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে প্রশাসনের হাত থেকে ওই এলাকার মাদক সিন্ডিকেটের গটফাদার সোহেল। দ্রুত ওই মাদকের গটফাদার সোহেল কে গ্রেপ্তার করলে ওই এলাকায় মাদক নির্মূল করা সম্ভব বলে মনে করেন এলকার সচেতন মানুষ।

এ বিষয়ে দামকুড়া থানার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, গত ১০ তারিখ রাতেই নিহত হাবিবের পিতা গোলাপ বাদি হয়ে ১ নং আসামী সোনায়কান্দি গ্রামের মৃত জালেপের ছেলেসহ আরো ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞত ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় গত রোববার ১ নং আসামী ঈশাকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সাথে হাবিবকে আঘাত করা ধারালো অস্ত্র চাকু উদ্ধার করে পুলিশ। পলাতক অসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে বলে জানান ওসি। তবে দ্রুত মাদক সিন্ডিকেটের মুল হোতাকে গ্রেপ্তার করা হবে বলেও জানান ‍তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel