কক্সবাজার দক্ষিন বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের দুছড়ি বিট এলাকায় অভিযান চালিয়ে ৫ একর সরকারি বনভূমি দখল মুক্ত করেছে বনবিভাগ।
মঙ্গলবার, (১৮ জুলাই) সকালে ব্যক্তির অধীনে
অবৈধ ভাবে দখল করে ঘর ও নিজস্ব খামার বাড়ি গড়ে তুলা স্হাপনা উচ্ছেদ করে ৫ একর বনভূমি দখল মুক্ত করা হয় বলে জানিয়েছেন উখিয়া রেঞ্জের কর্মকর্তা গাজী মোহাম্মদ শফিউল আলম।
তিনি আরও জানান, একটি চক্র বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে উখিয়া রেঞ্জাধীন দুছড়ি বিটের মাহাফুজের ঘোনা এলাকায় সরকারি জায়গা দখল করে বসতি ও খামার বাড়ি গড়ে তুলে। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে উচ্ছেদ করে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।অপরাধীর বিরুদ্ধে বন আইনে মামলা রুজু করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, বিট অফিসার ও স্টাফবৃন্দ।