নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর মধ্যে পাড়া যুবসংঘের অফিস কক্ষ পরিদর্শন শেষে বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বীন মোর্তজা। ( ১৬ জুলাই) রবিবার এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন শেষে ইউনিয়নের তৃণমূল নেতাদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন । এ সময় উপস্থিত ছিলেন,তুলারামপুর মধ্যপাড়া যুব সংঘ ও সমাজ কল্যাণ সংসদের প্রতিষ্ঠিতা ফয়সাল সিকদার( সেতু),উপদেষ্টা মুন্না আজিজসহ যুব সংঘের সকল সদস্যবৃন্দ।
যুব সংঘের কার্যক্রম দেখে ক্রিকেট তারকা মাশরাফি মাশরাফি সন্তুষ্ট প্রকাশ করেন। সেই সাথে তুলারামপুর ইউনিয়নের সকল প্রকার
উন্নয়ন মূলক কাজ ঈদগাহ ময়দান,খেলার মাঠ সংস্কার, রাস্তা-ঘাট,গভীর/অভীর টিউবয়েল,টিন সে পর্যায়ক্রমে সব কিছু দেওয়ার আশ্বাস দেন।