1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভিডিও গ্রাফি প্রতিযোগিতায় বিশেষ পুরষ্কারে ভূষিত হয়েছেন নড়াইলের সৌরভ সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অভিযানে ৬১ কেজি গাঁজাসহ আটক ৪ ১৯৭১ থেকে ১৯৭৫ সালের সময়ে আওয়ামী লীগ বধ্যভূমি তৈরি করেছিল: টুকু সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন নিজের চেহারা একবার আয়না দিয়ে দেখুন: মৌলভীবাজারে জামায়াতের আমীর শ্রীমঙ্গলে শিশু ধর্ষণ মামলায় আটক ২ তানোরে দ্বিতীয় স্ত্রীর প্রতারণায় প্রথম স্ত্রী নিঃস্ব সিরাজগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে সড়ক ও জনপদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ রাজশাহীতে হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক- ৮ সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা

আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযান ৭ টি চোরাই মোবাইলসহ আটক-১০

আলমডাঙ্গায় অফিসঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২০৪ বার নিউজটি পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা জনাব আনিসুজ্জামান এর তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে জামজামি পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই(নিঃ) মোঃ শরীয়তুল্যাহ ভূঁইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১। মোঃ আশিকুর রহমান ওরফে আশিকুজ্জামান রুপক (৩০), পিতা- মৃত স্বাধীন  সাং- ঘোষবিলা , থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ২। মোঃ সাহিল রহমান ডন (২৪), পিতা- মোঃ রেজাউল করিম, সাং- শংকরদিয়া, থানা- ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়), জেলা- কুষ্টিয়া, ৩। শ্রী শুভ সাহা (৩০), পিতা- শ্রী সুবেন্দ্র কুমার সাহা, সাং- কলেজপাড়া, ৪। বিশ্বজিৎ অধিকারী (২২), পিতা- প্রেমানন্দ অধিকারী, সাং- ক্যানালপাড়া, সর্ব থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা দেরকে চোরাই দুইটি মোবাইল ফোন ১। ০১টি আকাশি কালারের Redmi-10C মডেল এর মোবাইল ফোন, যাহার মূল্য অনুমান ১৬,০০০/- টাকা, ২। ১টি হালকা নীল রংয়ের Vivo-Y20 মডেল এর মোবাইল ফোন, যাহার IMEI-1- 86509005 4289678/31 এবং IMEI-2- 865090054289660/31, যাহার মূল্য অনুমান ১৫,০০০/- টাকাসহ হাতে নাতে আটক করে জব্দ করেন। পরবর্তীতে উপরোক্ত আসামীদের দেওয়া তথ্য মতে ইং ১৬.০৭.২৩ তারিখ রাত্র ০২.১৫ ঘটিকার সময় আলমডাঙ্গা পৌরসভাধীন চারতলা মোড়স্থ রথখোলার সামনের গেইট এর সামনে হতে আসামী ৫। মোঃ মঞ্জুরুল ইসলাম (৩৮), পিতা- মোঃ আবুল কাশেম, সাং- এরশাদপুর (মক্তবপাড়া), ৬। শ্রী তাপস কুমার বিশ্বাস (২০), পিতা- শ্রী নিতাই কুমার বিশ্বাস, সাং- মাদ্রাসাপাড়া, ৭। মোঃ নাহিদ হাসান (১৯), পিতা- মোঃ সোলাইমান হোসেন, সাং- রথখোলা পাড়া, ৮। মোঃ আব্দুল্লাহ (৩০), পিতা- মোঃ মোহন আলী, সাং- রাধিকাগঞ্জ (ফকিরপাড়া), ৯। মোঃ আজহারুল ইসলাম ওরফে আকাশ (২৫), পিতা- মোঃ আজিজুর রহমান, সাং- কলেজপাড়া, ১০। মিঠুন শাহা ওরফে সুবেন্দ্র শাহা ওরফে বিন্দু শাহা (৩০), পিতা- শ্যামল কুমার শাহা, সাং- কলেজপাড়া, সর্ব থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাদের ০৫টি চোরাই মোবাইল ফোন ১। ১টি হালকা বেগুনী কালারের Vivo-Y15s মডেলের মোবাইল ফোন, যাহার IMEI-1-86248705829 7751(41) এবং IMEI-2- 862487058297744(41), যাহার মূল্য অনুমান ১৫,০০০/- টাকা, ২। ১টি নীল কাল রংয়ের Vivo-Y91c মডেলের মোবাইল ফোন, যাহার IMEI-1- 864893048243557 এবং IMEI-2- 864893048243540 যাহার মূল্য অনুমান ১৫,০০০/- টাকা, ৩। ১টি ছাই কালারের Realme-C11 মডেলের মোবাইল ফোন, যাহার IMEI-1- 862539040282372/97 এবং IMEI-2- 862539040282364/97 যাহার মূল্য অনুমান ১৫,০০০/- টাকা, ৪। ১টি হালকা নীল রংয়ের Vivo-Y21 মডেলের মোবাইল ফোন, যাহার IMEI-1- 868126065113999/37 এবং IMEI-2- 868126065113981/37 যাহার মূল্য অনুমান ১৮,০০০/- টাকা, ৫। ১টি কাল সিলভার কালারের One touch 6010D TCL CE1588 মডেলের পুরাতন মোবাইল ফোন, যাহার মূল্য অনুমান ১২,০০০/- টাকাসহ হাতে নাতে আটক করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel