অবশেষে ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক লাগানো হলো কলেজপাড়ার মৃত্যু ফাঁদ সেই ড্রেনের খোলা ঢাকনা /স্লাব। আলমডাঙ্গা কলেজপাড়ার ৩নং ওয়ার্ডের বাসিন্দা রোকনের ৪ বছরের শিশু কন্যা লামিয়ার মৃত্যুর কয়েকদিন পর ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক লাগানো হলো ড্রেনের সেই খোলা ঢাকনা।সাধারণ জনতার প্রশ্ন- দুইটি স্লাবের মূল্য কি একটি জীবনের দাম? গতকাল
ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় (ওজোপাডিকো) বিদ্যুৎ অফিসকে এই পোল সরাতে বলা হলেও, তারা তখন কোন পদক্ষেপ নেয়নি বলেই ঢাকনা বসাতে দেরি হলো।
দুইটি প্রতিষ্ঠানের অবহেলার কারণে অকালে ঝরে গেল একটি প্রাণ।বিদ্যুৎ অফিস খুটি না সরালেও ঠিকাদার স্লাব বসানোর সময় খুটির চারি পাশে কেটে তার পর স্লাব দুটি বসান।এ সময় আশপাশের লোকজন ভীড় করে বলতে শোনা যায় সেই স্লাব যখন কেটে বসালেন, তখন আগে কেন বসালেন না।সাধারণ জনতার প্রশ্ন তাহলে -দুইটি স্লাবের মূল্য কি একটি জীবনের সমান?
এ জাতীয় আরো খবর ....