পূর্ব থেকে বার বার সতর্ক করে দেওয়ার পরেও বাঁশখালী উপজেলার গুনাগরীতে প্রধানসড়কের ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখা ও অবৈধভাবে ফুটপাত দখলের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার দোকানীকে ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি করায় একটি অয়েল এজেন্সিকে সহ মোট ২২ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মো. মাহমুদুল হাসান।
বুধবার (১২ জুলাই) বিকেলে উপজেলার গুনাগরীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সড়কের ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখায় মেসার্স জামাল ষ্টোর, মেসার্স অনিক ট্রেডাস, বশির কুলিং কর্ণার, হানিফ স্টোরসহ প্রত্যেককে স্থানীয় সরকার ইউপি আইন ২০০৯ এর ৮৯ (১) ধারা মতে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি করায় মেসার্স গণি অয়েল এজেন্সিকে অগ্নি প্রতিরোধক আইন ২০০৩ এর ২০ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মো. মাহমুদুল হাসান বলেন, ‘বাঁশখালী প্রধানসড়কটি এমনিতেই সরু। নিয়মিত যানযট লেগে থাকে। তার ওপর সড়কের ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখায় যানবাহনসহ সাধারণ যাত্রীদের চলাচলে ব্যাঘাত ঘটে। এ সমস্যা নিরসনে জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।