বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে রোববার (৯ জুলাই) বিকেলে শহরের পৌর জনমিলন কেন্দ্রে এই সমাবেশে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ নেছার আহমদ।
কেন্দ্রীয় যুবলীগের উপ মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা সানজিদা মহসীনের সঞ্চালনায় তারুণ্যের জয়যাত্রা সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগর যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. খালেদ শওকত আলী।
এই সমাবেশে মৌলভীবাজার জেলার সকল উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বঙ্গবন্ধুর বাংলাদেশকে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
সমাবেশে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগনকে সাথে নিয়ে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে কাজ করার আহবান জানানো হয়।