মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের ৪ দিন পর রোকন মৃধা (১৩) নামের এক কিশোরের মরদেহ নদীতে ভেসে উঠেছে। শুক্রবার (৭ জুলাই) বিকালে মৌলভীবাজারের শেরপুর ব্রিজের পাশে তার লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীরা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
শনিবার (৮ জুলাই) কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী এ তথ্য জানান। নিহত মৃধা কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের মৃত রাম চরন মৃধার ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার (৪ জুলাই) গোসল করতে গিয়ে রোকন মৃধা পানিতে ডুবে যায়। তার সঙ্গে থাকা বাকি দুইজন বাড়িতে চলে এসে বিষয়টি জানায়। পরে, অনেক খোঁজাখুজির পর তাকে নদীতে পাওয়া যায়নি। এরপর শেরপুর ব্রিজের পাশে শুক্রবার তার লাশ ভেসে থাকতে দেখা যায়। স্থানীরা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সঞ্জয় চক্রবর্তী বলেন, শেরপুর ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। তারা জানানোর পর আমরা প্রয়োজনীয় প্রদেক্ষপ নেই।