বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা হাজ্বী এহছান আলী বাড়ি একতা সংঘের উদ্যোগে এলাকার সর্বসাধারণের জন্য কম্প্রেসার মেশিনসহ ভূগর্ভস্থ থেকে পানি সরবরাহের প্রয়োজনীয় সরাঞ্জমাদি প্রদান করা হয়। এতে এলাকার দেড়শতাধিক পরিবার পাবে সুপেয় পানির সু-ব্যবস্থা।
শনিবার (৮ জুলাই) সকাল ১০টায় পূর্ব বড়ঘোনা হাজ্বী এহছান আলী বাড়ি একতা সংঘের পক্ষে আর্থিকভাবে এ সহায়তা প্রদান করেন সৌদি প্রবাসী হাজ্বী মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা রফিকুল ইসলাম, মাষ্টার মুহাম্মদ ইসমাইল, সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি এম শওকতুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক হাছান মাহমুদ মিছবাহ, হাফেজ হেলাল উদ্দিন, মুহাম্মদ খোবাইল ইসলাম প্রমূখ।