চট্টগ্রামের পেকুয়া উপজেলার পেকুয়া আঞ্চলিক মহাসড়কের (এবিসি সড়ক) ধনিয়াকাটা নামক স্থানে সিএনজি-বাস মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বাঁশখালীর শিহাব উদ্দিন (৩১) নামে এক যুবক ঘটনাস্থলে মারা যান।
মঙ্গলবার (৪ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটের সময় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত যুবক শিহাব উদ্দিন বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ি ২ নম্বর ওয়ার্ডের নবী হোসাইনের পুত্র। নিহত যুবক সরলিয়া বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী বলে জানা যায়।
স্থানীয় সাহাব উদ্দিন আফিফ নামে একজন জানান, ‘সরলিয়া বাজারে শিহাবের একটি ঔষধের দোকান আছে। সে পেকুয়া সদর উপজেলা থেকে ফার্মেসীর জন্য ঔষধ কিনে আনার সময় সিএনজি-বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান।’
ঘটনার সত্যতা নিশ্চিৎ করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর হায়দার বলেন, ‘পেকুয়া ধনিয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নিহত যুবক শিহাব উদ্দিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পেকুয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থাগ্রহণের কথা জানান তিনি। নিহতের পরিবার চাইলে তাদের হাতে লাশ হস্তান্তর করা হবে।’