সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের সদামারা গ্রামে রবিবার
সকাল ১০টার দিকে ও বাঘাবাড়ি পশ্চিমপাড়া গ্রামে দুপুর ১২টার দিকে পূর্ব
বিরোধের জের ধরে পৃথক দু‘টি হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ
অন্তত ৪১জন আহত হয়েছে। এছাড়া ৩০ বাড়িঘর ভাঙচুর ও ব্যাপক লুটপাট করা
হয়েছে। আহতদের উদ্ধার করে শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ ও এলাকাবাসি জানায়, পূর্ব বিরোধের জের ধরে সদামারা গ্রামের
ফরমান প্রামানিক ও ঠান্ডু,আলমগীর গ্রুপের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী হামলা
সংঘর্ষের ঘটনা ঘটে। আধাঘন্টা ব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৬ জন আহত
হয়। এরমধ্যে ফরমান গ্রুপের ১৯জন ও ঠান্ডু গ্রুপের ৭ জন। এছাড়া এ হামলা
সংঘর্ষে ফরমান গ্রুপের ২৫ বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। অপর দিকে
পূর্ব বিরোধের জের ধরে বাঘাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের খলিল মোল্লা গ্রুপের
সাথে সিদ্দিক ফকির ও বায়তুল্লাহ ফকির গ্রুপের হামলা সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয়পক্ষের ১৫জন আহত হয়। এছাড়া ৫ বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এরমধ্যে
খলিল মোল্লা গ্রুপের ৬জন ও সিদ্দিক ফকির গ্রুপের ৯জন। সদামারা গ্রামের
আহতরা হলেন, ফরমান গ্রুপের আবু সাঈদ (৪৫),নজরুল
ইসলাম(৬০),জনি(২০),রাব্বি(১৬),আলামীন (৩০),সবুজ(৩০),আলাল(৩৮),মিলি
খাতুন(২০),ফুলিয়া খাতুন(৪৫),সিদ্দিক প্রাং (৪০),ইউসুফ
আলী(৩০),ঐশি(৯),আসিফ(২০),জরিনা বেগম(৬০),রহিমা বেগম(৫০),আব্দুর
রাজ্জাক(৩৫),জালাল প্রাং(৫০) ও আবিদা খাতুন (২০) ঠান্ডু গ্রুপের রজব
আলী (৪৫),রইচ উদ্দিন(৩৫),আরিফ(১৮),মামুন(১৫),শাহীন (১৬) হাফিজুল(৩৫) ও
কবিরুল(২৮) অপরদিকে বাঘাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের খলিল মোল্লা গ্রুপের
রিতা খাতুন(২৬),রউফ মোল্লা (৫৫),নজরুল
ইসলাম(৪০) রাণী(৩৫),শ্যামলী (৩০),মনজিলা খাতুন(৫৮) রায়তুল্লাহ ফকির
গ্রুপের খায়রুল (১৭),চয়ন(১৮),খায়রুল ইসলাম(১৯),আলহাজ আলী (২০),সরলি
বেগম(৩৫) ঠান্ডু (৪৫) রমজান বিশ্বাস (৪০),আনসার প্রাং(৬০),সেলিনা খাতুন।
এ বিষয়ে সদামারা গ্রামের ফরমান গ্রামানিক বলেন, দোকানের পাওনা টাকা চাওয়া
নিয়ে দ্বন্দ্বের জের ধরে ঠান্ডু গ্রুপ এ নিয়ে ৩/৪ বার তাদের উপর হামলা
চালিয়েতাদের ১৯ জনকে ফালা বিদ্ধ করে ও ধারালো অন্ত্র দিয়ে কুপিয়ে আহত
করেছে। এছাড়া ২৫ বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে।
এ বিষয়ে সদামারা গ্রামের ঠান্ডু প্রামানিক বলেন, বাজার থেকে আমাদের
ছেলেরা বাড়ি ফেরার সময় তাদের লোকজন আক্রমন করে মারপিট করে। এর প্রতিবাদে
এ হামলা সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে বাঘাবাড়ি মোল্লা গোষ্ঠির আব্দুল আউয়াল ও আব্দুল বাতেন বলেন,২০২২
সালের ১৯ জানুয়ারি তুচ্ছ ঘটনায় হামলা চালিয়ে সিদ্দিক গ্রুপের লোকজন
আমাদের পক্ষের শরিফুল ইসলাম ইয়ামিন (৩০) কে ফালাবিদ্ধ করে হত্যা করে। এই
হত্যা মামলা তুলে না নেয়ায় তারা প্রায়ই আমাদের হুমকি দেয়। এরই জের ধরে
এদিন তারা আবারও হামলা চালিয়ে আমাদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে।
এ বিষয়ে সিদ্দিক ফকির গ্রুপের আনসার আলী ও রমজান বিশ্বাস বলেন, তাদের
বাড়ির পাশের সড়ক দিয়ে আমাদের লোকজন হেটে যাওয়ার সময় তারা আক্রমন চালিয়ে
তাদের মারপিট করে। এরই জের ধরে এ হামলা সংঘর্ষের ঘটনা ঘটে।