সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মনবীর রায় মঞ্জু।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হরিপদ করের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক অরুণ চন্দ্র দাশ।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দাশ।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে জনগণের সকল দাবী দাওয়া পূরণ হবে। যতক্ষণ শেখ হাসিনা ক্ষমতায়, ততক্ষণ দেশের উন্নয়ন অগ্রগতি সাধিত হয়। তিনি বলেন, বাংলাদেশ এখন ভিক্ষা করে না বরং বিশ্বের অন্যান্য দেশকে সাহায্য করে। তাই, দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় আনতে হবে।
পরিবেশমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠনের প্রয়োজন হতো না। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদের বিষয়ে কথা বলা নিষিদ্ধ ছিল। দেশের উন্নয়ন বন্ধ হয়েছিল, সন্ত্রাসের উত্থান হয়েছিল। তাই দেশের শান্তি শৃঙ্খলা, উন্নয়ন অগ্রগতির জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আশু রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক মহিম দে, জেলা পরিষদ সদস্য মো. বদরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জন ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক বিবেকান্দ দাস নান্টু, পূজা উদযাপন পরিষদ জুড়ী উপজেলা শাখার সভাপতি সিতাংশু শেখর দাশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার সদস্য মাইকেল নংরুম, ছাত্র ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার সদস্য সচিব তপন কান্তি দাশ, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক প্রভাষক লিটন দত্ত, মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক প্রবাসিনী মহোন্ত সহ পরিষদের জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দরা।