চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মোস্তানির বিল্লাহ্ মাশহুদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) বিকেল ৩টায় উপজেলার শেখেরখীল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত শিশু মাশহুদ শেখেরখীল ইউপির ৩ নম্বর ওয়ার্ড এলাকার বোছার পাড়ার মমতাজ বাপের বাড়ির এহছানুল কবিরের পুত্র। এহছানুল কবির বাংলাদেশ ইসলামী ব্যাংক লি. এর বাঁশখালী উপজেলার গুনাগরি শাখার সিনিয়র অফিসার।
নিহত শিশুর চাচা দিদারুল করিমের সাথে কথা বললে তিনি জানান- ‘বিকেলে আমি ও আমার ভাই এহছানুল করিম ভাত খেতে বসছি। তখন শিশু মাশহুদ মায়ের সাথে ঘুমাচ্ছিল। মায়ের চোখ ফাঁকি দিয়ে সবার অগোচরে বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়। বাচ্চাকে হঠাৎ না পেয়ে খোঁজাখোজি করলে পুকুরে গিয়ে দেখি তার ভাসমান দেহ। পুকুর থেকে বাচ্চাটিকে উদ্ধার করে চাম্বলস্থ একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাই। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’