ঈদে নতুন জামা কিনে না দেয়ায়বাবা মায়ের উপর অভিমান করে বুধবার ভোর রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের টেটিয়ারকান্দা দক্ষিণপাড়া গ্রামের স্কুল ছাত্র নাহিদ হোসেন (১৩) গ্যাস ট্যাবলেট (কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের কৃষক মিন্টু প্রামানিকের বড় ছেলে ও যুগ্নিদহ হাজী মাহাতার আলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
এ বিষয়ে নিহতের বাবা মিন্টু প্রামানিক ও নরিনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য হেলাল খান বলেন, মঙ্গলবার রাতে নাহিদ তার বাবা মায়ের কাছে ঈদুল আযাহা উপলক্ষে নতুন জামা কিনে চায়। দরিদ্র কৃষক বাবা তা দিতে অপারোকতা প্রকাশ করে।, এতে অভিমান করে সে রাতে তার নিজ ঘরে গ্যাস ট্যাবলেট (কীটনাশক) খেয়ে অসুস্থ হয়ে পরে। তাকে উদ্ধার করে প্রথমে শাহজাদপুর,পরে সিরাজগঞ্জ হাসপাতালে নেয়া হলে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।,
এবিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।