মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে কুরবানির গবাদিপশুর হাট পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান (বিপিএম)।
বুধবার (২৮ জুন) দুপুরে ম ডিআইজি জেলা স্টেডিয়ামে গবাদিপশুর হাট ঘুরে দেখেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।
তিনি কোরবানির হাটে জাল টাকা ছড়ানো রোধ, চাঁদাবাজি এবং কোরবানির হাটে চোরাকারবারি প্রতিরোধে পুলিশকে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালনে দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।