সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবিরের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানানো হয়েছে। রোববার বিকেল তিনটায় কলেজ রোডস্থ সমিতির ওই ঘরে শাহজাহান কবির সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানান। তিনি দাবি করেন সংশ্লিষ্ট প্রতিবেদক চাঁদা না পেয়ে এমন সংবাদ প্রচার করেন। কিন্তু শাহজাহান কবিরের কাছে এ সংক্রান্ত কোনো প্রমাণ নেই বলে জানান তিনি।
প্রকাশিত সংবাদে বলা হয়, ২০২১-২৩ ও ২০২২-২৩ অর্থ বছরে ধর্মপাশা প্রাথমিক শিক্ষক সমিতির নামে তিন বার ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষক সমিতির ঘর মেরামতের জন্য সকল শিক্ষকদের কাছ থেকে চাঁদা উত্তোলন করে এ ঘর নির্মাণ হয়েছে। শাহাজাহান কবির সংবাদ সম্মলনে বলেন, শিক্ষক সমিতির ঘর নির্মাণের জন্য দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ১০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। সে টাকায় সমিতির ঘর নির্মাণ করা হয়েছে। কোনো অর্থ আত্মসাত করা হয়নি। শিক্ষকদের কাছ থেকে টাকা তুলে সমিতির নিজস্ব জায়গায় দুটি দোকান ঘর নির্মাণ করা হয়েছে। শিক্ষকদের কাছ থেকে উত্তোলিত টাকা সমিতির ঘর নির্মাণ কাজে ব্যয় করা হয়নি। ওই প্রতিবেদক আমার কাছে চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় এমন সংবাদ প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আবুল কালাম চৌধুরী, উসমান গণি, ঝিনুক শঙ্ক দীপু, আজহারুল আলম সিদ্দিকী, আ. হালিম, জাকির হোসেন, নূরুল মোমেন, ওয়েদুজ্জামান, এমদাদুল হক, সৈয়দ রুহুল আমিন, মাইদুল ইসলাম, আ. নূর ও রফিকুল ইসলাশ।
ওই প্রতিবেদক বলেন, শিক্ষক শাহজাহান নিজের অপকর্ম ঢাকার জন্য আমার বিরুদ্ধে চাঁদার মিথ্যা অভিযোগ তুলেছে। যা সত্য নয়। বরং তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত করা হলে সত্যতা পাওয়া যাবে।
এ জাতীয় আরো খবর ....