নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের টুটুলের ঘাট থেকে ১৫০ বস্তা বিএডিসির সার জব্দ করেছে সদর থানা পুলিশ । জানা গেছে, শনিবার ( ১৭ জুন) বিকালে মির্জা পুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সিংগাশোলপুর ইউনিয়নের টুটুলের ঘাট নামাক স্থানে বস্তা ভর্তি
বিএডিসির সার দেখতে পান। সারের মালিক খোজাখুজির পর ওই সময়ে কোন সার মালিক পাওয়া না যাওয়ায় চোরাই সার সন্দেহে জব্দ করা হয়। পরবর্তীতে বিষয়টি সদর থানায় অবগত করা হলে সদর থানায় ওসি ঘটনা স্থলে এসে জব্দ কৃত সার মির্জাপুর ক্যাম্পে রাখার নির্দেশ দেন।
স্থানীয় বাসিন্দা টুটুল জানান, ঘাটের পাশে গাছ তলায় গাঁদা দিয়ে রাখা বিএডিসির সার পুলিশ এসে জব্দ করেছে। এই সারের কোন মালিক পাওয়া যায়নি। এখানে ১৫০ বস্তা সার আছে। তবে সকালে এখান থেকে ১ ট্রাক সার নিয়ে যেতে দেখেছি।
চুনখোলা মোড়ের দোকানদার বাপ্পি বলেন, পুলিশ ৩ টার সময় এসে সার আটক করেছে। এই সার নদী পথে এসেছে।
এ বিষয়ে সদর থানার ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, ১৫০ বস্তা সার জব্দ করা হয়েছে। প্রকৃত মালিক পাওয়া যায়নি। কাগজপত্র সহ মালিক আসলে সার দেওয়া হবে। সার মির্জাপুর ক্যাম্পে রাখা আছে।
এ বিষয়ে জানতে সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, যেহেতু পুলিশ আটক করেছে সেহেতু পুলিশ ব্যবস্তা নেবে। আমরা এ বিষয়ে খোঁজ খবর রাখছি।
সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম( হিটু) বলেন, বিকালে সার আটক হয়েছে। ওখানে আমার চৌকিদার ছিল। সকালে ওখান থেকে ১ ট্রাক ভর্তি সার সরানো হয়েছে। পুলিশ আসার আগে ও ওখানে লেবার ছিল৷ পুলিশ সঠিক তদন্ত করলে মালিক পাওয়া যাবে।