1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পুরাতন সাতক্ষীরা মোড়ে গণআন্দোলন জোটের পথসভা মৌলভীবাজারে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত  মৌলভীবাজারে পুলিশ সুপার’র সাথে সাংবাদিকদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত  সিরাজগঞ্জ বেলকুচিতে বেসরকারি ৩ ক্লিনিকের দুই লাখ টাকা জরিমানা  আলমডাঙ্গায়  সংবাদ সম্মেলন করেছে ফিড ব্যাবসায়ী বাবুলার রহমান নারায়ণগঞ্জে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে তরুণদের র‍্যালি, মানববন্ধন তানোর মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত  তানোরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ বহাল রাখতে নড়াইলে ইউপি চেয়ারম্যানের স্মারকলিপি প্রদান রায়পুর, হাসাদহ এবং  কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার

কাটাখালি থানার মোহনপুর হাজামপাড়ার ভয়ংকর প্রতারক শামিম কসাইয়ের পাল্লায় সিমা

ডেক্স নিউজ:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৭২ বার নিউজটি পড়া হয়েছে

 

রাজশাহী পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোহনপুর হাজামপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে শামিম কসাই (৫০) এর বিরুদ্ধে স্ত্রীকে স্বীকৃতি না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সরজমিনে তার বাসায় গিয়ে এর সত্যতা মিলেছে। সরজমিনে গিয়ে দেখা যায় শামিম আহমেদ তার বসত ঘরে তালা মেরে পালিয়েছে। ভুক্তভোগী শিমা বেগম (৪৫) বান্দায় চেয়ারে বসে কান্না করছে।

ভুক্তভোগী সীমা বেগম রাজশাহী নগরীর মতিহার থানাধীন মির্জাপুর পশ্চিম পাড়া (পুলিশ ফাঁড়ি) এলাকার মৃত আব্দুল মালেকের মেয়ে।

শামিম শুধু একাই না তার বসত ঘরে শশুর বাড়ির লোকেরা রান্নাঘরেও তালা মেরে রেখেছে বলেন সিমা বেগম।

অভিযোগ সুত্রে যানা যায়, রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মোহনপুর (হাজামপাড়া) এলাকার আব্দুর রহমানের ছেলে শামীম কসাইয়ের সাথে রাজশাহী নগরীর মতিহার থানাধীন রাসিক ৩০ নং ওয়ার্ডের মির্জাপুর এলাকার সীমা বেগমের সাথে দীর্ঘ এক বছর যাবত প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে গরিয়েছে।

গত তিন মাস আগে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) আব্দুল খালেক এর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

মাঝখানে পারিবারিক কলহের জেরে গত তিনদিন আগে স্বামীর বাড়ি থেকে ফুফাতো ভাই হিরার বাড়িতে অবস্থান নেন।
এরপর থেকে শামীম যোগাযোগ বন্ধ করে দেন। গত রবিবার ১৮ তারিখ দিবাগত রাতে রব তুলে সিমাকে তালাক দিয়েছি। তবে কোন প্রমান পত্র দেখা পারেনি শামিম।

স্থানীয়রা বলেন, নানা তালবাহানা করছে শামিম। প্রথমে বলেছে বিয়ে করিনি তাই
ঘরে উঠতে দিবো না, বিধায় ঘরে তালা মেরে রেখেছি। পরবর্তীতে ৯৯৯ থেকে ফোন পেয়ে কাটাখালি থানা পুলিশ শামিমের বাসায় গেলে শামিম বিয়ের কথা স্বিকার করেন এবং সিমাকে তালাক দেওয়া হয়েছে বলে জানান। তবে পোস্ট অফিসের রশিদ দেখাতে ব্যার্থ হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ এই প্রতারক শামীম গত এক বছরে ব্যবসায় কাজে লাগানো কথা বলে গরু কেনার নাম করে ৫ (পাঁচ লক্ষ) লক্ষ টাকার মত আত্মসাৎ করেছেন।

তিনি আরো অভিযোগ করে বলেন এই শামীম আরো অন্যান্য নারীদের সাথে নিয়মিত সম্পর্ক রেখে যাচ্ছেন।

ভুক্তভোগী সীমা বেগম আরো বলেন, আমি আমার নিজের দুই সন্তানের হক নষ্ট করে এই শামীমের কাছে চলে এসেছিলাম আমি এখন ছেলেদের বাড়িতে যেতে পারছি না। শ্বশুর বাড়িতেও থাকতে পারছি না তাহলে আমি কোথায় যাবো বলে হাউ মাউ করে কাঁদতে থাকে।

সিমা আরও বলেন, শামিম তার বন্ধুদের মাধ্যমে ৯৯৯ এ ফোন করায় যে, এক বিধবা মহিলা স্বামীর দাবী নিয়ে তার বাসায় অবস্থান করছে। এতে তার মান শন্মান খুন্ন হচ্ছে। পরে পুলিশ এসে দেখেন তারা বৈধ স্বামী/স্ত্রী মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে ডাকা হয়েছে, কাজেই পুলিশ ফিরে যান।

প্রতারক শামিম কসাই এলাকায় অনেকের কাছে থেকে টাকা হাওলাত নিয়ে দিতে তাল বাহানা করেছে। অনেক কে গোসত খেয়ে টাকা তুলতে হয়েছে।

এব্যাপারে ভুক্তভোগি সিমার মামাত ভাই হিরা জানান, আমার বাসা মির্জাপুর আমি ব্যাবসা করি। শামিম আমার অনেক দিন আগের পরিচিত। ফ্রি গোসত খাওয়ার টোপ আমাকে দিয়েছিলো আমি তা প্রত্যক্ষান করি। আমি বোন কে নিয়ে আজ চারদিন থেকে ঝামেলায় আছি। পরিশেষে আজ কাটাখালি থানায় একটি লিখিত অভিযোগ করেছি। আমার বোনকে রাতে শামিম ব্যপক মারধর করেছে, গলায় রশি দিয়ে পেচিয়ে হত্যার চেস্টা করে ব্যর্থ হয়েছে। সে বলেছে বোনকে তালাক দিয়েছে আমার কথা হলো তালাকের কাগজ কই? আর তালাক দেওয়া বৌকে মারপিট করার এক্তিয়ার কোথায় পেল? তাহলে বেগানা মহিলার গায়ে হাত তোলার ও হত্যা চেষ্টা বিচার চাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel