সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ জুন সোমবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্মার্ট ড্রাইভিং এন্ড ভেহিকেল মেইনটেন্যান্স বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার, হেল্পার, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির আয়োজনে আজ সকাল ৯.০০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ২-এর আইকিউএসি সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।,
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় যতগুলো সেবা দিয়ে থাকি সবগুলো ক্ষেত্রে আমরা পেশাদারিত্ব নিশ্চিত করে চাই। আপনারা যদি আপনাদের কাজগুলো নিজ দায়িত্ব পেশাদারিত্বের সাথে আনন্দ নিয়ে করেন তাহলে আপনাদের যেমন সক্ষমতা বাড়বে বিশ্ববিদ্যালয়ও সামনের দিকে এগিয়ে যাবে। উপাচার্য মহোদয় ড্রাইভার, হেলপার ও সংশ্লিষ্টদের পেশাদারিত্বের উপর গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে বলেন, সুদক্ষ কর্মী তৈরি ও সাংগঠনিক লক্ষ্য অর্জনে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। এরই ধারাবাহিকতায় আজকের এই প্রশিক্ষণের আয়োজন। আমরা বিশ্বাস করি প্রশিক্ষণ মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি করে। প্রশিক্ষণার্থীরা সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নিজের অবস্থা পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে উপাচার্য মহোদয় আশা প্রকাশ করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মীদের পেশাদারিত্বের সাথে সেবা প্রদানের সক্ষমতার বিকল্প নেই।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জনাব মুহাম্মদ মশিউজ্জামান, ইন্সট্রাক্টর, তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউট, বিআরটিসি, ঢাকা। স্বাগত বক্তব্য প্রদান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব বিজন কুমার।