বাঁশখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২৩ উপলক্ষে উপজেলা কমিটির বিভিন্ন অনুষ্ঠান মালা বাস্তবায়নের মধ্যেদিয়ে সমাপ্ত হয়।
“মজবুত হলে পুষ্টিরভিত স্মাট বাংলাদেশ হবে নিশ্চিত” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়নে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজনে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ-২৩ উপলক্ষে গত ৭-১৩ জুন পর্যন্ত সাত দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদানের মধ্যেদিয়ে সমাপ্ত হয়।
মঙ্গলবার (১৩জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মো. গালিব সাদলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. মুসরাত নাজ, জুনিয়র কনসাল্টেন্ট (মেডিসিন) ডা. নাজমুন নাহার, আবাসিক মেডিকেল অফিসার ডা. দিদারুল হক প্রমূখ।
মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মমিনুল হক এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিগন। পরে অতিথি বৃন্দ অংশগ্রহণকারী বিজয়ী কোমলমতি শিশুদের পুরস্কার প্রদান করেন।