প্লীজ ভাইয়া একটু দাড়াঁন
নিবো এক সেলফি!
অমৃত সুধা নিয়ে মনার
কী এক খিলখিল হাসি।
ভাবখানা আটখানা
ছবিতে সাথে তার নেতাজি,
এই দ্যাখো ওই দ্যাখো-
আমার আছে কতো কি।
মনার আছে চাঁটু বিদ্যা
ঠেকায় তারে কে?
ত্যাগি তুঘলকি-
আসলকে টোকাই বলে সে।
রাতদিন হরদম
চেঁটে যায় মনা!
ছবিতে, কবিতে, দরদ গদ্যে
মস্তকে লুটে সে।
মনা এখন বড় নেতা
ফুঁসফাঁস ডুঁশডাঁশ!
চাঁটু বিদ্যায় হাজারো মনা
গজিয়ে মাতাচ্ছে দেশ।