ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরে এই বাজেট বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীসভার সদস্যদের কর্মী হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন, আমরাও সেভাবে কাজ শুরু করছি।
উপমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে টানা চারবার দেশ পরিচালনায় নির্বাচিত করেছেন, জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেছেন। আগামী নির্বাচনেও ইনশাআল্লাহ দেশ ও দেশবাসির ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আসবে।,
শুক্রবার দুপুরের ভাঙনকবলিত সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলার খাষপুকুরিয়া হতে চর সলিমাবাদ পর্যন্ত নদীতীর রক্ষায় জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন শেষে পানিসম্পদমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম এমপি একথাগুলো বলেন। যমুনা নদীর বামতীরের চৌহালী উপজেলার নদী ভাঙ্গনরোধে ৪৬ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। পরে পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -৫ আসনের সাংসদ আব্দুল মমিন মন্ডল এমপি, নাগরপুরের সাংসদ মো: আহসানুল ইসলাম টিটু , সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পাউবো নির্বাহী মহাপরিচালক মো: রমজান আলী প্রামানিক, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান, অর্থপেডিক্স সোসাইটির মহাসচিব প্রফেসর ডা. জাহাঙ্গীর আলম, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক হোসেন, ভারপ্রাপ্ত নির্বাহীর অফিসার (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি তাজ উদ্দিন , উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, থানার ওসি হারুন অর রশিদ, আনসার ও ভিডিপির অফিসার আবুল বশির,আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুত ও বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম মোল্যা প্রমুখ।,