সিরাজগঞ্জের শাহজাদপুরে নড়িনা ইউনিয়নের বাতিয়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। শাহজাদপুর থানার এসআই এরশাদুল হক এর নেতৃত্বে একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী যথাক্রমে, মোঃ হাবলু ফকির (৩৫) পিতা-মোঃ সাচ্চু ফকির, মোঃ রুবেল ফকির (৩৮) পিতা- মৃত ওহাব ফকির, মোঃ জীম ফকির (৩২) পিতা- মোঃ ফিরোজ ফকির, মোঃ আশিক (১৯) পিতা- মৃত তাহেজ প্রামানিক,
সবাই শাহজাদপুর থানার বাতিয়া গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা।
তাদের কাছ থেকে ৩ টি সাদা পলিথিনের প্যাকেটের মধ্যে পলিথিন ব্যতীত (০৬+০২+০২)=১০ (দশ) গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ।,
শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, একটি গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানাধীন বাতিয়া পশ্চিমপাড়া গ্রামস্থ বাতিয়া পুরাতন বাজার সংলগ্ন দুধ সমিতির পরিত্যক্ত ঘরে ৪ জন ব্যক্তি মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে উক্ত সংবাদ পাওয়ার পর বিষয়টি এস আই এরশাদুল হক উর্ধ্বতন কর্তৃপক্ষকে মোবাইল ফোনে অবহিত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে গত ২৮মে ২১.২৫ তাদের গ্রেফতার করে।
উল্লেখ্য, শাহজাদপুরে উক্ত দুর্ধর্ষ মাদক বিক্রেতাদের গ্রেপ্তারের খবর চারদিক ছড়িয়ে পড়লে শাহজাদপুর থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে উক্ত গ্রামবাসী স্বস্তি প্রকাশ করেছে।